খেলাধুলা ১৮ নভেম্বর, ২০১৯ ১২:৪৮

র‍্যাংকিংয়ে উন্নতি করলেন মুশফিক-রাহী-লিটন

স্পোর্টস ডেস্ক ।। 

ইন্দোর টেস্ট থেকে একেবারে খালি হাতে ফেরেনি টিম বাংলাদেশ। তিন দিনে ম্যাচ হারলেও এসেছে সামান্য কিছু প্রাপ্তি। সেটা এসেছে মুশফিকুর রহিম আবু জায়েদ রাহী ও লিটনের কাছ থেকে। ব্যাটিং আর বোলিংয়ে কিছুটা লড়াইয়ের ছাপ রেখেছে এই তিনজন। সেটার জন্য পুরষ্কার পেয়েছেন তারা।

দুই ইনিংসেই সর্বোচ্ছো রান এসেছে মুশফিকের ব্যাট থেকেই। ভারতের মাটিতে তার রেকর্ডটা এখন পর্যন্ত দুর্দান্তই। এই টেষ্টের পর ৩৫ থেকে পাঁচ ধাপ এগিয়ে টেষ্ট ব্যাটসম্যানদের তালিকায় ৩০ নম্বরে উঠে এসেছেন মুশফিক। গত বছর মিরপুরে ডাবল সেঞ্চুরী করার পর উঠে এসেছিলেন ১৮ নম্বর র্যাংকিংয়ে। সেটিই তার সর্বোচ্চ র‍্যাংকিং।

বল হাতে চার উইকেট নিয়েছিলেন পেসার আবু জায়েদ রাহি। তিনিই ছিলেন ইন্দোর টেস্টের একমাত্র বোলার যিনি ভারতীয় ব্যাটসম্যানদের কিছুটা হলেও চাপে রেখেছিলেন। তাই ১৮ ধাপ এগিয়ে ৬২ নাম্বারে উঠে এসেছেন। অভিষেকের পর এটিই তার সেরা র‍্যাংকিং। লিটন খুব ভাল না করতে পারলে ও ৯২ থেকে উঠে এসেছেন ৮৬ নাম্বারে।