সারাদেশ ১৮ নভেম্বর, ২০১৯ ০৭:৩৬

শাহজাহানপুরে শিশুকে নির্মমভাবে নির্যাতনের ঘটনায় গৃহকর্মী গ্রেফতার

ডেস্ক রিপোর্ট।। 

রাজধানীর শাহজাহানপুরে গৃহকর্মীর হতে শিশু নির্যাতনের ঘটনায় গৃহকর্মী শাহিদা ওরফে তাজনারাকে (৪৫) গ্রেফতার করেছে শাহজাহানপুর থানা পুলিশ।

রাজধানীর শাহজাহানপুরের মো. আল আমিন সরকার ও লুৎফুন্নাহার দম্পতির একমাত্র সন্তান আবদুল্লাহ আবতাই আয়াতের বয়স মাত্র দুই বছর। স্বামী-স্ত্রী দুজনেই চাকরি করেন। চাকরির সুবাধে দুজনেই বাসার বাহিরে থাকায় আয়াত থাকত বাসায় গৃহকর্মী শাহিদার কাছে। তাদের বাসায় সিসিটিভি ক্যামেরা স্থাপন করা ছিল। আইপি ক্যামেরায় ধারণকৃত ফুটেজ আল আমিন নিজের স্মার্টফোনেই লাইভ দেখতে পারতেন।

গত ১৪ নভেম্বর ২০১৯ অফিসে বসে স্মার্টফোনে বাসার লাইভ দেখছিলেন তিনি। তখনই এক ভয়ংকর  দৃশ্য চোখে পড়ল আল আমিন সরকারের। সিসি ক্যামেরায় ধরা পড়ে তার বাসার গৃহকর্মী কর্তৃক সন্তানকে নির্যাতনের দৃশ্য। গৃহকর্মী শাহিদা বাথরুম থেকে ঘরের ভেতর ছুড়ে ফেলে দিয়ে ওইটুকু শিশুকে একের পর এক লাথি মারছে। অতঃপর ক্রন্দনরত শিশুকে সেভাবে ফেলে দিয়েই আবারও নিজের কাজে মন দেয় সে। অফিসে বসে সন্তানের ওপর এই ভয়াবহ নির্যাতনের দৃশ্য দেখে দ্রুত বাসায় ছুটে আসেন বাবা। গৃহকর্মীর হাত থেকে উদ্ধার করেন নিজের সন্তানকে।

এই ঘটনায় গত ১৫ নভেম্বর শাহজাহানপুর থানায় শিশু নির্যাতন দমন আইন-২০১৩ (সংশোধিত ২০১৮) এ একটি মামলা দায়ের করেন আল আমিন সরকার।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক মোঃ আবুল আনছার ডিএমপি নিউজকে বলেন- গৃহকর্মীর হাতে শিশু নির্যাতনের ঘটনায় থানায় মামলা হওয়ার পর ঐদিনই গৃহকর্মী শাহিদা ওরফে তাজনারাকে গ্রেফতার করা হয়।

মামলার তদন্তকারী ঐ কর্মকর্তা আরো জানান, গৃহকর্মী শাহিদাকে গ্রেফতারের পর ১৬ নভেম্বর’১৯ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।