অর্থ ও বাণিজ্য ১৮ নভেম্বর, ২০১৯ ০৭:০৭

কমতে শুরু করেছে পেঁয়াজের বাজারদর

ডেস্ক রিপোর্ট।। 

আজ সোমবার (১৮ নভেম্বর) সকালে নীলফামারীতে পেঁয়াজের পাইকারীতে বিক্রি হচ্ছে ১৭০ টাকা। যা খুচরা বাজারে বিক্রি হচ্ছে ১০/১৫টাকা বেশিতে। এছাড়া নতুন ওঠা ১০০টাকা কেজির মুড়ি পেঁয়াজ বেচা হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়।

ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতের পর পেঁয়াজের দাম হঠাৎ বেড়ে এক থেকে দুদিনের মধ্যে দেড়শ থেকে ১৮০ টাকায় উঠে যায়। এরপর সপ্তাহ না হতেই দাম বেড়ে আড়াইশ টাকায় উঠে যায় পেঁয়াজের কেজি।

শুক্র-শনিবারও ঢাকার বাজারগুলোতে ২৫০ টাকার আশপাশে প্রতিকেজি দেশি পেঁয়াজ বিক্রি হয়। তবে রোববার সেই দাম কিছুটা কমে ২৩০ টাকার আশপাশে চলে এসেছে।

গত সেপ্টেম্বরে ভারত প্রথমে পেঁয়াজের রপ্তানিমূল্য বৃদ্ধি এবং পরে রপ্তানি বন্ধ করার পর ধাপে ধাপে বেড়েছে পেঁয়াজের দাম।  

বছরের একটা বড় সময় যে পেঁয়াজের কেজি ৩০ টাকার আশপাশে বিক্রি হয়েছে, তা ভারতের রপ্তানিমূল্য বৃদ্ধির ঘোষণায় ৬০-৭০ টাকায় উঠে যায়। এরপর সেপ্টেম্বরের শেষে ভারত রপ্তানি বন্ধ করে দিলে পেঁয়াজের দাম বেড়ে একশ’র ঘরে ওঠে।

পুরো অক্টোবরজুড়ে সরকারের নানামুখী তৎপরতার মধ্যেও পেঁয়াজের দাম ক্রমশ বেড়েছে। নভেম্বরের প্রথম সপ্তাহেই তা দেড়শ’র আশপাশে এবং গত ১১ নভেম্বর ঘূর্ণিঝড়ের পর দামের হঠাৎ উল্লম্ফনে তা আড়াইশ’য় উঠে যায়।