খেলাধুলা ১৮ নভেম্বর, ২০১৯ ০২:৪৩

নিয়ম ভেঙে মাশরাফিকে দলে নিল ঢাকা

ডেস্ক রিপোর্ট।। 

একটা সময়ে দেশের সেরা পারফর্মার ছিলেন মাশরাফি বিন মুতর্জা। সবশেষ ইংল্যান্ড বিশ্বকাপে প্রত্যাশিত পারফর্ম করতে পারেননি বাংলাদেশের ওয়ানডে দলের এ অধিনায়ক। হয়তো সেই অফ ফর্মের প্রভাবই পড়েছে বিপিএলের নিলামে।

রবিবার অনুষ্ঠিত বিপিএল সপ্তম আসরের নিলামে অংশ গ্রহণকারী সাতটি দলের সামনেই সুযোগ ছিল ‘এ’ প্লাস ক্যাটাগরিতে থাকা তামিম ইকবাল, মাশরাফি, মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিমকে দলভুক্ত করার।

কিন্তু তামিম, মাহমুদউল্লাহ, মুশফিক, ও রিয়াদকে যথাক্রমে ঢাকা প্লাটুন, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও খুলনা টাইগার্স দলে নিলেও নয়বার কল করার সুযোগ পেয়েও মাশরাফিকে দলে নেয়নি রাজশাহী রয়্যালস, সিলেট থান্ডার, কুমিল্লা ওয়ারিয়র্স ও রংপুর রেঞ্জার্স।

রাজশাহী, সিলেট, কুমিল্লা ও রংপুর নয়বার সুযোগ পেয়েও মাশরাফি দলে না নেয়ায়, অবিক্রিত থেকে যেতে পারে এই আশঙ্কায় ১০ম কলে ‘এ’ প্লাস ক্যাটাগরির দ্বিতীয় ক্রিকেটার হিসেবে মাশরাফিকে নেয় ঢাকা। তারা এর আগে তামিমকে নিয়েছিল।

বাইলজ অনুসারে ‘এ’ প্লাস ক্যাটাগরির একাধিক ক্রিকেটারকে দলে নেয়ার সুযোগ নেই। কিন্তু তামিম ইকবালের পর মাশরাফিকে ঢাকা প্লাটুন দলভুক্ত করায় বিতর্ক ছড়াচ্ছে।