খেলাধুলা ১৭ নভেম্বর, ২০১৯ ০৪:১২

বিপিএলে শেষ ক্রিকেটার হিসেবে দল পেয়েছেন আফ্রিদি

স্পোর্টস ডেস্ক।।

পাকিস্তানি সাবেক তারকা ক্রিকেটার শহীদ আফ্রিদি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সপ্তম আসরে ‘বঙ্গবন্ধু বিপিএল’ এ দল পেয়েছেন । তাকে দলে ভিড়িয়েছে ঢাকা অঞ্চলের প্রতিনিধিত্বকারী দল ঢাকা প্লাটুন।

বিদেশি ক্রিকেটারদের প্রথম রাউন্ডে আফ্রিদি দল পাননি। তবে দ্বিতীয় রাউন্ডে তাকে দলে ভেড়ায় ঢাকা প্লাটুন। রোববারের (১৭ নভেম্বর) প্লেয়ার্স ড্রাফটের শেষভাগে আফ্রিদিকে দলে নেয় ঢাকা প্লাটুন। আফ্রিদি ছাড়াও বিদেশিদের মধ্যে ঢাকা দলে নিয়েছে থিসারা পেরেরা, লরি ইভান্স ও লুইস রিজকে।

আফ্রিদি ছাড়াও টি-টোয়েন্টি স্পেশালিষ্ট বেশ কজন ক্রিকেটার আছেন ঢাকায়। আবার জাতীয় দলের এক ঝাঁক ক্রিকেটারও সুযোগ পেয়েছেন যমুনা ব্যাংকের পৃষ্ঠপোষণে গড়া দলটিতে। তামিম ইকবাল, মুমিনুল হকের পাশাপাশি অতীতে জাতীয় দলে খেলা এনামুল হক বিজয়, আরিফুল হক, শুভাগত হোম রয়েছেন স্কোয়াডে।

দেশি ক্রিকেটারদের ক্ষেত্রে অভিজ্ঞতা ও তারুণ্যের মিশ্রণ ঘটিয়েছে ঢাকা প্লাটুন। তামিম ইকবাল, এনামুল হক বিজয়, হাসান মাহমুদ, মেহেদী হাসান, আরিফুল হক, মুমিনুল হক, শুভাগত হোম, মাশরাফি বিন মুর্তজা, রাকিবুল হাসান, জাকের আলি অনিক রয়েছেন ঢাকায়। ড্রাফট থেকে পরবর্তীতে আরও কজন খেলোয়াড়কে নেওয়ার সুযোগ পাবে দলটি।

দেশি ক্রিকেটার: তামিম ইকবাল, এনামুল হক বিজয়, হাসান মাহমুদ, মেহেদী হাসান, আরিফুল হক, মুমিনুল হক, শুভাগত হোম, মাশরাফি বিন মুর্তজা, রাকিবুল হাসান, জাকের আলি অনিক।

বিদেশি ক্রিকেটার: থিসারা পেরেরা (শ্রীলঙ্কা), লরি ইভান্স (ইংল্যান্ড), লুইস রিজ, শহীদ আফ্রিদি (পাকিস্তান)।