জাতীয় ১৭ নভেম্বর, ২০১৯ ০৭:৫২

চালের দাম নিয়ে কেলেঙ্কারি করতে দেয়া হবে না : খাদ্যমন্ত্রী

ডেস্ক রিপোর্ট ।।

পেয়াজের মত চালের দাম নিয়ে কোনো কেলেঙ্কারি করতে দেয়া হবে না বলে সাফ জানিয়ে দিলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। সকালে খাদ্য ভবনে চালকল মালিকদের সঙ্গে আলোচনায় নিজের সূচনা বক্তব্যে মন্ত্রী নিজের সিদ্ধান্তের কথা জানান।

পরে শুরু হয় রুদ্ধদ্বার বৈঠক। ঘন্টারও বেশি সময় ধরে চলা বৈঠক শেষ চালকল মালিক সমিতির সভাপতি এ কে এম খোরশেদ আলম খান আশ্বস্ত করেন চালের দাম আর বাড়বে না। সম্প্রতি ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাব ধানের ওপর না পড়াত দাম বাড়ার কোনো আশঙ্কা নেই বলে জানান তারা। একই আশা রাখেন খাদ্যমন্ত্রীও।

তিনি বলেন মোটা চালের তুলনায় সরু চালের চাহিদা বাড়ায় সম্প্রতি দাম কিছুটা বেড়েছে। আগামীতে এই সংকট যাতে তৈরি না হয়, সেজন্য কৃষক ও চালকল মামিলকেদর এ ধরণের ধানের উৎপাদন বাড়ানোর আহ্বান জানান খাদ্যমন্ত্রী।