অপরাধ ও দুর্নীতি ১৭ নভেম্বর, ২০১৯ ০৩:৫৫

গাজীপুরে একদিনে পাঁচ মরদেহ উদ্ধার

ডেস্ক রিপোর্ট।। 

গাজীপুরে বিভিন্ন স্থান থেকে ৫ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এদের মধ্যে, গাজীপুর সদর ও শ্রীপুরে ২টি ঝুলন্ত মরদেহ, জমির জেরে কৃষক, তুরাগ নদী থেকে অজ্ঞাত যুবক ও মনিপুর এলাকায় এক শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার হয়।

গাজীপুর সদর উপজেলার মনিপুর মধ্যপাড়া এলাকা থেকে মুনিয়া আক্তার (৫) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে জয়দেবপুর থানা পুলিশ। শনিবার সকালে, শিশুর বাড়ি থেকে আটশ গজ দূর হতে মরদেহটি উদ্ধার করা হয়। শিশুটির মা অন্য বাড়িতে যাওয়ার পথে মরদেহ দেখতে পান।

পারিবারিক সূত্রে জানা যায়, গত রবিবার দুপুরে (১০ই নভেম্বর) শিশু মুনিয়া বাড়ির পাশে খেলতে গিয়ে নিখোঁজ হয়। পরে, ১১ই নভেম্বর জয়দেবপুর থানায় সাধারন ডায়েরি করে শিশুর বাবা।

মুনিয়া উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের মনিপুর (মধ্যপাড়া) এলাকার মুনজুরুল হকের মেয়ে। জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ জাবেদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

এদিকে, গাজীপুর সিটি কর্পোরেশনের বাংলাবাজার এলাকা থেকে আজিজুর রহমান (২৫) নামে এক কাঁচামাল ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে, মরদেহ উদ্ধার করা হয়। নিহত আজিজুর রহমান বরিশালর কাজীরহাট থানার চরসনদেশপুর গ্রামর আ: মান্নানের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আজিজুর রহমান প্রায় দুই বছর যাবৎ বাংলাবাজার এলাকার আ: আজিজের বাসায় ভাড়া থেকে কাঁচামালের ব্যবসা করতেন। আজিজুর রহমানের বড় ভাই পরিবার নিয়ে একই বাড়িতে ভাড়া থাকতেন। শনিবার সকালে, তিনি আজিজুর রহমানকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

পরে, থানায় খবর দেয়া হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে গাজীপুরর শহীদ তাজ উদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে মর্গে পাঠায়। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার ওসি (ভারপ্রাপ্ত) মো: জাহাঙ্গীর আলম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

এছাড়া, শনিবার সকাল সাড়ে ৬টার দিকে গাজীপুরের টঙ্গীর বাজার এলাকার তুরাগ নদী থেকে অজ্ঞাত (৪২) এক ব্যাক্তির লাশ উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। পরে, ময়না তদন্তের জন্য মরদেহ শহীদ তাজউদ্দিন আহম্মেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

অন্যদিকে, রাস্তা নিয়ে বিরোধের জেরে কাপাসিয়া উপজেলার সিংহশ্রী ইউনিয়নের নয়ানগর গ্রামে চাচাতো ভাইয়ের হাতে মনসুর উদ্দিন নামে এক কৃষক খুন হয়েছে। শনিবার সকালে এ ঘটনা ঘটে। কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

জানা যায়, মনসুর উদ্দিন ও রবিউল আওয়াল গংদের মাঝে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিলো। শনিবার সকালে, মনসুর উদ্দিন বাড়ির পাশে জমিতে কাজ করতে গেলে রবিউল দেশীয় অস্ত্র দিয়ে তাকে আঘাত করলে তিনি জখম হন। পরে, তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, গাজীপুরের কাপাসিয়ার সিংহশ্রী ইউনিয়নের নয়ানগর গ্রামে শনিবার সকালে জমি নিয়ে বিরোধে, প্রতিপক্ষের হামলায় চাচা রবিউল ইসলাশ (৫৫) হাতে ভাতিজা মুনছুর আহম্মেদের (৪৫) মৃত্যু হয়। খবর পেয়ে কাপাসিয়া থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে।

এছাড়াও, শ্রীপুরে সকাল ১১টার দিকে মিম আক্তার (১৩) নামের নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

জানা যায়, নিহত মিম আক্তার বাবার নিকট স্বর্ণের চেইন দাবি করে। চেইন দিতে না পারায় অভিমান করে মিম ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ফাঁসি নেয়। পরে, খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে।