আন্তর্জাতিক ১৬ নভেম্বর, ২০১৯ ১২:০১

গণহত্যা বিষয়ক তদন্ত প্রত্যাখ্যান মিয়ানমারের

আন্তর্জাতিক ডেস্ক।।

রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের গণহত্যা চালানোর অভিযোগের বিষয়ে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের (আইসিসি) তদন্ত প্রত্যাখ্যান করেছে দেশটির সরকার। খবর কাতারের শীর্ষস্থানীয় গণমাধ্যম আল জাজিরার।

মিয়ানমারের সরকারের মুখপাত্র জ তে শুক্রবার এক সংবাদ সম্মেলনে বলেন, মিয়ানমার বিষয়ে আইসিসির এই তদন্ত আন্তর্জাতিক আইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। জ তে বারবার বলেন, প্রয়োজন হলে মিয়ানমারের নিজস্ব কমিটি অভিযোগটি তদন্ত করবে।

নেদারল্যান্ডসের হেগ ভিত্তিক এই আদালত বৃহস্পতিবার রোহিঙ্গাদের ওপর ২০১৭ সালে মিয়ানমারের সেনাবাহিনীর চালানো দমনপীড়নের ঘটনাটি পুঙ্খানুপুঙ্খ তদন্ত করার অনুমোদন দেন। এটিকে স্বাগত জানায় মানবাধিকার গোষ্ঠীগুলো।

মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির সেনাবাহিনীর এক নৃশংস অভিযানে ২০১৭ সালের আগস্টে সাত লাখ ৪০ হাজারের বেশি রোহিঙ্গা নিজেদের প্রাণ বাঁচাতে দেশত্যাগ করতে বাধ্য হয়। তারা সীমান্ত পার হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়।

জাতিসংঘের তদন্তকারীদের মতে, এক সশস্ত্র গোষ্ঠীর হামলার জবাবে মিয়ানমারের সেনাবাহিনীর চালানো এই অভিযান চলাকালে দেশটির সৈন্যরা গণহত্যা ও গণধর্ষণ চালায়। দেশটির সরকার শুরু থেকেই এই গণহত্যা ও গণধর্ষণের অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে।

পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া সোমবার ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে মামলা করার পর আইসিসির সিদ্ধান্তটি সামনে এলো। জ তে শুক্রবারের সংবাদ সম্মেলনে জোর দিয়ে বলেন, মিয়ানমার ও সরকার চোখ বন্ধ করে নেই।