অপরাধ ও দুর্নীতি ১৬ নভেম্বর, ২০১৯ ০৮:৫৮

নাশকতার পরিকল্পনায় ঢাকায় মিলিত হয়েছিল ৪ জঙ্গি : র‌্যাব

ডেস্ক রিপোর্ট।। 

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের ৪ জন সদস্য নাশকতার পরিকল্পনায় রাজধানী ঢাকার উত্তরায় মিলিত হয়েছিল। ‘লোন উলফ অ্যাটাক’ এর চূড়ান্ত পরিকল্পনার আগেই তিন জায়গা থেকে ৬ জনকে গ্রেপ্তার করে র‌্যাব-৪। তার মধ্যে উত্তরা থেকে চারজন এবং গাজীপুর ও সাতক্ষীরা থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়। গতকাল শুক্রবার (১৫ নভেম্বর) বিকাল ৩টা থেকে শনিবার (১৬ নভেম্বর) সকাল ৭টা পর্যন্ত দুটি টিম অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।

শনিবার (১৬ নভেম্বর) সকাল ৯টা ৩০ মিনিটে র‌্যাব মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানান র‌্যাব-৪ এর অধিনায়ক এডিশনাল ডিআইজি মো. মোজাম্মেল হক।

আটকরা দুই থেকে পাঁচ বছর ধরে এই জঙ্গি সংগঠনের কার্যক্রমের সঙ্গে জড়িত বলে জানিয়ে তিনি বলেন, ‘বর্তমান রাষ্ট্র ও সরকার ব্যবস্থা ‘তাগুদি’ বলে মনে করে তারা। এই জঙ্গি সংগঠনের সদস্যরা বাংলাদেশে ইসলামি রাষ্ট্র কায়েম করতে চায়। এটা বাস্তবায়নের পথে যারা তাদের বাধা দেয় তাদের বিরুদ্ধে পরিকল্পনা করছিল তারা। তবে চূড়ান্ত পরিকল্পনার আগেই তাদের গ্রেপ্তার করা হয়।’

গ্রেপ্তার ছয়জন হলো- নীলফামারীর শফিকুল ইসলাম ওরফে সাগর ওরফে সালমান মুক্তাদির (২১), পিরোজপুরের ইলিয়াস হাওলাদার ওরফে খাত্তাব (৩২), সাতক্ষীরার ইকরামুল ইসলাম ওরফে আমীর হামজা ও আমীর হোসাইন অরফে তাওহীদি জনতার আর্তনাদ (২৬), শিপন মীর অরফে আব্দুর রব (৩৩) এবং চাঁদপুরের ওয়ালিউল্লাহ ওরফে আব্দুর রহমান (২৫)।

এ বিষয়ে মোজাম্মেল হক আরও জানান, মাদ্রাসা শিক্ষক ওয়ালিউল্লাহ ওরফে আব্দুর রহমান ঢাকা বিভাগের সাংগঠনিক দায়িত্বে ছিল। আর সাতক্ষীরার ইকরামুল ইসলাম ওরফে আমীর হামজা খুলনা অঞ্চলের দায়িত্বে ছিল।

র‌্যাব-৪ এর অধিনায়ক বলেন, আনসার আল ইসলামের সদস্যরা ‘কাট আউট’ পদ্ধতিতে নিজেদের মধ্যে যোগাযোগ করে থাকে। তারা প্রটেকটিভ অ্যাপস ব্যবহার করে নিজেদের মধ্যে যোগাযোগ করে, যেগুলো সাধারণত ইন্টারফেস করা যায় না। তারা ‘কাট আউট’ পদ্ধতিতে চলে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।