খেলাধুলা ১৫ নভেম্বর, ২০১৯ ০২:০২

শ্রীলঙ্কান ক্রিকেটে হাথুরু অধ্যায় শেষ!

স্পোর্টস ডেস্ক।।

শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড তাদের জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচের পদ থেকে চন্ডিকা হাথুরুসিংহেকে এখনও আনুষ্ঠানিকভাবে বরখাস্ত করেনি ঠিকই, তবে এরই মধ্যে শোনা যাচ্ছে, পাকিস্তানের সাবেক কোচ মিকি আর্থারকে নিয়োগ দেয়ার প্রক্রিয়া নাকি প্রায় চূড়ান্ত।

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের একজন কর্মকর্তা জানিয়েছেন এমন তথ্য। তার দাবি, ১১ ডিসেম্বর থেকে শুরু পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজেই হেড কোচের দায়িত্ব পালন করবেন মিকি আর্থার।

সেই ওয়ানডে বিশ্বকাপ থেকেই শোনা যাচ্ছে, হাথুরুসিংহের জায়গায় নতুন একজন কোচ খুঁজছে শ্রীলঙ্কা। সেই তালিকায় ছিল ইংল্যান্ডের সাবেক ব্যাটিং কোচ মার্ক রামপ্রকাশের মতো হাইপ্রোফাইল কোচের নাম।

তবে এখন লঙ্কানরা মনে করছে, আর্থারই হতে পারেন দলের সবচেয়ে যোগ্য প্রশিক্ষক। যেহেতু কদিন আগেও এই আর্থার পাকিস্তানের কোচ ছিলেন, পাকিস্তান সফরে টেস্ট সিরিজে তার অভিজ্ঞতাটা ভালোই কাজে লাগাতে পারবে লঙ্কানরা।

শ্রীলঙ্কা ক্রিকেটের প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভা বলেন, ‘আমরা মিকির (আর্থার) সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি। আমাদের মনে হচ্ছে, একটা সমঝোতায় পৌঁছাতে পারব।’

এর আগে দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার মতো দলকে কোচিং করিয়েছেন আর্থার। পাকিস্তানের দায়িত্বে ছিলেন ২০১৬ থেকে ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত। এমন একজন হাইপ্রোফাইল কোচকে পেলে দলের জন্য বেশ ভালো হবে বলেই মনে করছেন ডি সিলভা।

লঙ্কান বোর্ডের প্রধান নির্বাহী বলেন, ‘তিনি পাকিস্তানকে ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি জিতিয়েছেন। টি-টোয়েন্টিতে তাদের এক নম্বরেও নিয়ে আসেন তিনি। তার বেশ পরিচিতি আছে এবং এই মুহূর্তে তিনিই আমাদের যোগ্য পছন্দ।’