বিনোদন ১৫ নভেম্বর, ২০১৯ ০৯:১৪

দুর্ধর্ষ তিন সুন্দরীর ‘চার্লিস অ্যাঞ্জেলস’

ডেস্ক রিপোর্ট।।

হলিউডের অ্যাকশন কমেডি ‘চার্লিস অ্যাঞ্জেলস’ যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পেয়েছে আজ শুক্রবার। ছবিটি আজ বাংলাদেশেও মুক্তি পাচ্ছে, স্টার সিনেপ্লেক্সে। ছবিতে অভিনয় করেছেন হলিউড তারকা ক্রিস্টেন স্টুয়ার্ট। তাঁর সঙ্গে আছেন নাওমি স্কট আর এলা বালিনস্কা। ছবিটি পরিচালনা করেছেন এলিজাবেথ ব্যাঙ্কস। ছবির মুক্তিকে সামনে রেখে ছবির তিন তারকা কথা বলেছেন পিঙ্কভিলার সঙ্গে।

ক্রিস্টেন স্টুয়ার্ট বলেন, ‘বড় পর্দায় আমরা পুরুষের দৃষ্টিতে নারীকে দেখে অভ্যস্ত। এই ছবিতে দেখানো হবে, কীভাবে নারীরা একজন আরেকজনকে দেখে অভ্যস্ত। নারীদের সঙ্গে নারীদের সম্পর্ক অন্য রকম, যা একজন পুরুষের পক্ষে বোঝা কঠিন।’ এই ছবিতে ক্রিস্টেন স্টুয়ার্টের চরিত্রের নাম সাবিনা, নাওমি স্কটের নাম ইলিনা আর এলা বালিনস্কা হলেন জেন।

ছবিতে নিজেদের চরিত্রকে ‘আবেদনময়ী’ বা ‘আরোপিত’ চরিত্র বলতে চান না এই তিন অভিনয়শিল্পী। নাওমি বলেন, ‘এখানে কোনো চরিত্রকে অযথা ভালো বানানো হয়নি। সহনশীলতা আর বুদ্ধিমত্তার সঙ্গে এই চরিত্রগুলো নির্মিত। পর্দায় এই চরিত্রগুলোকে দেখে আপনার আবেদনময়ী মনে হবে না, মনে হবে “ওয়াও”। আর আমরা মোটেও আবেদনময়ী হওয়ার চেষ্টা করিনি। শুধু ওই চরিত্র হয়ে ওঠার জন্য মনোযোগ দিয়েছি।’

ক্রিস্টেন স্টুয়ার্ট যোগ করেন, ‘একজন নারীকে আরেকজন নারীর যেসব কারণে ভালো লাগে, একজন পুরুষের ক্ষেত্রে তা ভিন্ন। আমরা নারীরা প্রতিনিয়ত সৌন্দর্যের সংজ্ঞা তৈরি করি। আর নারীর চোখে নারীর সৌন্দর্য সে কাকে ভালোবাসে আর কার সঙ্গে বিছানা ভাগ করতে চায়, এসবের মধ্যে সীমাবদ্ধ না।’

ছবির চিত্রনাট্য লিখেছেন পরিচালক এলিজাবেথ ব্যাঙ্কস নিজেই, তাঁর সঙ্গে আছেন জয় বসু। এলিজাবেথ ব্যাঙ্কস বলেন, ‘নারী চরিত্রকে ক্ষমতা আর শক্তির উৎস হিসেবে দেখানো যেতে পারে, এটা সত্তরের দশকে “চার্লিস অ্যাঞ্জেলস” টিভি সিরিজ দেখে শিখেছিলাম। আমি খুব রোমাঞ্চিত নতুন “চার্লিস অ্যাঞ্জেলস” ছবির সঙ্গে যুক্ত হতে পেরে। ক্রিস্টেন, নওমি ও এলার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সত্যিই দারুণ।’

ক্রিস্টেন স্টুয়ার্টের সাবেক প্রেমিক ও ‘টোয়াইলাইট’ সিরিজের নায়ক রবার্ট প্যাটিনসনকে এবার দেখা যাবে ব্যাটম্যানরূপে। ম্যাট রিভসের পরিচালনায় ‘ব্যাটম্যান’ সিরিজের পরবর্তী ছবি ‘কেপড ক্রুসেডর’-এ দেখা যাবে তাঁকে। ২০২১ সালের ২৫ জুন মুক্তি পাবে ছবিটি। আর সাবেক প্রেমিককে বড় পর্দায় ব্যাটম্যানরূপে দেখার জন্য তর সইছে না ক্রিস্টেনের। বেন অ্যাফ্লেকের পর নতুন এই ব্যাটম্যানকে জানিয়েছেন শুভকামনা।