আইন ও আদালত ১৩ নভেম্বর, ২০১৯ ০৮:২০

কামরাঙ্গীরচরে নুডুলস তৈরির কারখানায় ভ্রাম্যমান আদালতের অভিযান

ডেস্ক রিপোর্ট।। 

রাজধানীর কামরাঙ্গীরচর হাসান নগর এলাকায় নুডুলস তৈরির কারখানায় ভ্রাম্যমান আদালতের অভিযান চলছে। বুধবার দুপুরে ডিএমপির ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট আব্দুল আল মামুনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। 

ভ্রাম্যমাণ আদালতের বিচারক জানান, বিএসটিআই লাইসেন্স এর মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর তা নবায়ন করা হয়নি। ভ্রাম্যমান আদালতের বিচারক এ সময় জানান, লাইসেন্স ছাড়া বিএসটিআইয়ের লোগো ব্যবহার করা আইনত দণ্ডনীয়। 

এ সময় ক্ষণিকা ফুড প্রোডাক্টস কারখানার  ম্যানেজার এইচএম কবির মেশিন অপারেটর আশরাফুলকে এক লাখ টাকা করে জরিমানা অনাদায়ে বিনা শ্রম এক মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

এখানে নুডুলস এবং চুইংগাম তৈরি করা হয়।  এসময় ভ্রাম্যমান আদালতের পক্ষ থেকে জানানো হয়, চিঙ্গাম তৈরি করা যাবে তবে বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়া নুডুলস উৎপাদন বন্ধ থাকবে। এ সময় আরো উপস্থিত ছিলেন বিএসটিআইয়ের ফিল্ড অফিসার সিকান্দার মাহমুদ।