সড়ক দুর্ঘটনা ১৩ নভেম্বর, ২০১৯ ০২:৫০

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন দুর্ঘটনায় তূর্ণা নিশীথার চালক দায়ী: প্রাথমিক তদন্ত

ডেস্ক রিপোর্ট।। 

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন দুর্ঘটনায় তূর্ণা নিশীথার চালক দায়ী বলে প্রাথমিক তদন্তে পেয়েছে রেল কর্তৃপক্ষ। এদিকে নিহতদের বাড়িতে চলছে শোকের মাতম।স্বজনদের হারিয়ে থামছেই না পরিবারের কান্না।

গুরুতর আহতদের বেশিরভাগকেই চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এদের মধ্যে ৯ জনকে পঙ্গু হাসপাতালে, সাতজনকে ঢাকা সিএমএইচে, তিনজনকে ঢাকা মেডিক্যালে ভর্তি করা হয়েছে।  

এছাড়া, ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ২, সিলেট ওসমানী মেডিক্যালে ৫, কুমিল্লা মেডিক্যালে ৩ জনকে ভর্তি করা হয়েছে। প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন অনেকেই।

সোমবার রাত পৌনে ৩টার দিকে মন্দবাগ রেল ক্রসিংয়ে উদয়ন এক্সপ্রেস ও আন্তঃনগর তূর্ণা নিশীথার মধ্যে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ১০ জনসহ ১৬ জনের মৃত্যু হয়। আহত হয় অর্ধশতাধিক।

স্টেশন মাস্টারের দাবি, তূর্ণার চালক সিগনাল না মেনে চলে আসায় এ ঘটনা ঘটে। দায়িত্বে অবহেলার জন্য তূর্ণার চালক ও সহকারি চালকসহ ৩ জনকে বরখাস্ত করা হয়েছে।