খেলাধুলা ১২ নভেম্বর, ২০১৯ ১০:১৩

ফ্লাডলাইটের আলোতে ভারত অনুশীলনের সুযোগ পেলে বাংলাদেশ কেনো নয়?

স্পোর্টস ডেস্ক।।

দিন দশেক পরেই প্রথমবারের মতো দিবারাত্রির টেস্ট খেলতে ইডেন গার্ডেনে নামবে বাংলাদেশ ও ভারত ক্রিকেট দল। ভারত অবশ্য সেই ম্যাচের জন্য প্রস্তুতিটা নেওয়া শুরু করেছে আগেভাগেই। ইন্দোরে প্রথম টেস্টের আগে ফ্লাডলাইটের আলোতে অনুশীলনের জন্য বাড়তি একটি সেশন করবেন বিরাট কোহলিরা। 

১৪ নভেম্বর হলকার স্টেডিয়ামে শুরু হবে ভারত-বাংলাদেশ সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট শুরু ২২ নভেম্বর। দুই টেস্টের মাঝে তাই খুব বেশি সময় পাবে না দুই দল। গোলাপি বলে মানিয়ে নেওয়ার জন্য তাই প্রথম টেস্টের আগেই সেভাবে অনুশীলন শুরু করেছে ভারত। আজ সন্ধ্যায় বাড়তি একটি অনুশীলন সেশন করবেন কোহলি-রোহিতরা। সেখানে ফ্লাডলাইটের আলোতে গোলাপি বলে অনুশীলন করার কথা রয়েছে তাদের। 

মধ্য প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের এক কর্মকর্তা ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছেন, ভারত অনুশীলনের জন্য বিকালের সময়কেই বেছে নিয়েছে, ‘বাংলাদেশ সকালে অনুশীলন করবে। ভারত অনুশীলন শুরু করবে বিকাল থেকে। তারা ফ্লাডলাইটের আলোতেও বাড়তি একটি অনুশীলন সেশন করবেন।’ 

ভারতের মতো বাংলাদেশ কেনো ফ্লাডলাইটের নিচে অনুশীলন করবে না? এমন প্রশ্ন রাখা হয়েছিল ঐ কর্মকর্তার সামনে। তিনি জানিয়েছেন, কোহলিদের মতো বিকালে অনুশীলনের জন্য এখনো কোনো প্রস্তাব দেয়নি বাংলাদেশ। 

গত রবিবার বেঙ্গালুরুতে রাহুল দ্রাবিড়ের অধীনে অজিংকা রাহানে, চেতেশ্বর পূজারা, মায়াঙ্ক আগারওয়াল, মোহাম্মদ শামি ও রবীন্দ্র জাদেজা গোলাপি বলের বিশেষ অনুশীলন সেশনে অংশ নিয়েছিলেন।