আন্তর্জাতিক ১১ নভেম্বর, ২০১৯ ১১:১৭

বিশ্বে প্রগতিশীল দেশের তালিকায় সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক ।। 

বিশ্বে প্রগতিশীল দেশের তালিকায় শীর্ষে নাম উঠেছে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশ সৌদি আরবের। বিষয়টি জরিপ করতে দেশটির স্থানীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনের বিভিন্ন বিষয় নিরীক্ষা হিসেবে নেওয়া হয়েছে।

গতকাল রোববার সৌদি আরবের ‘আল ইয়াউন’ পত্রিকা তাদের সম্পাদকীয়তে বলেছে, সংস্কার ও উন্নয়ন অভিযাত্রায় বিশ্বের অধিক প্রগতিশীল দেশ হিসেবে বিশ্বে সৌদি আরবের অবস্থান প্রথম সারিতে।  

বিশ্বব্যাংকের ‘ইজি অব ডুয়িং বিজনেস-২০২০’ শীর্ষক জরিপ প্রতিবেদনের বরাত দিয়ে ওই সংবাদপত্র এসব কথা জানায়।

প্রতিবেদনে বলা হয়, সংস্কারের লক্ষ্য অর্জনের ক্ষেত্রে বিশ্বে সৌদি আরবের অবস্থান প্রথম সারিতে রয়েছে। দেশটির ভিশন-২০৩০ এর লক্ষ্য অর্জনের ক্ষেত্রে এগিয়ে যেতে এসব পদক্ষেপ নিচ্ছে।

সৌদি আরবের প্রভাবশালী সংবাদমাধ্যম ‘ওকাজ’ তাদের সম্পাদকীয়তে বলেছে, সৌদি আরব তাদের ভিশন-২০৩০ এর লক্ষ্য অর্জনে বিভিন্ন সংস্কার ও উন্নয়নমূলক পদক্ষেপ নিয়ে দ্রুত এগিয়ে যাচ্ছে। তারা এ লক্ষ্য অর্জনে চতুর্থ শিল্প বিপ্লবের কৌশল হাতে নিয়েছে। সৌদি আরব রিয়াদে চতুর্থ শিল্প বিপ্লবের কেন্দ্র উদ্বোধন করেছে।

ওই সংবাদপত্রে আরও বলা হয়, রিয়াদভিত্তিক চতুর্থ শিল্প বিপ্লব কেন্দ্র কৃত্রিম বুদ্ধিমত্তা, ব্লকচেইন, ডাটা পলিসি, ইন্টারনেট সামগ্রী, আধুনিক নগরী ও রোবোটিকের মতো উদিয়মান প্রযুক্তির বিভিন্ন বিষয় তুলে ধরেছে।