আন্তর্জাতিক ১০ নভেম্বর, ২০১৯ ০৪:০৩

ইরাকের মার্কিন সেনা ঘাঁটি রকেট নিক্ষেপের ঘটনায় দায়েশ জড়িত: বাগদাদ

ডেস্ক রিপোর্ট।। 

ইরাকের উত্তরাঞ্চলে মার্কিন সেনা ঘাঁটি ‘আল-কাইয়ারা’র কাছে যে রকেট হামলা হয়েছে তা উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশ (আইএস) চালিয়েছে বলে বাগদাদ জানিয়েছে। ইরাকের একজন সেনা কমান্ডার বলেছেন, দায়েশ নিজের জঙ্গিদের বিধ্বস্ত মনোবল চাঙ্গা করার উদ্দেশ্যে ওই হামলা চালিয়েছে।

ইরাকের উত্তরাঞ্চলীয় নেইনাভা প্রদেশের সেনা কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নুমান আয-যুবায়ি এ খবর জানিয়ে বলেন, শুক্রবার দায়েশ জঙ্গিরা তিনটি পিক-আপে করে বহন করা ১৭টি রকেট ‘আল-কাইয়ারা’ সামরিক ঘাঁটি লক্ষ্য করে নিক্ষেপ করে যা লক্ষ্যবস্তুতে আঘাত হানতে ব্যর্থ হয়ে এর আশপাশে পতিত হয়।

পরে ইরাকি সেনাবাহিনী ওই তিনটি পিক-আপ লক্ষ্য করে হামলা চালিয়ে সেগুলোকে ধ্বংস করে দেয়।এ সময় জঙ্গিদের পক্ষ থেকে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের চেষ্টা করা হয় কিন্তু সেটিকে ধ্বংস করে দেয় ইরাকের সেনাবাহিনী।

তিনি ওই রকেট হামলাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে উল্লেখ করেন বলেন, এর ফলে একথা প্রমাণ করার কোনো সুযোগ নেই যে, ইরাকের নিরাপত্তা পরিস্থিতির অবনতি হয়েছে। ইরাকের এই সেনা কমান্ডার বলেন, দায়েশ জঙ্গিরা যতই নিজেদের মনোবল চাঙ্গা করতে চাক না কেন বাস্তবতা হচ্ছে ইরাকে তাদের কবর রচিত হয়েছে এবং দায়েশের পক্ষে আর উঠে দাঁড়ানো সম্ভব নয়।