রাজনীতি ৯ নভেম্বর, ২০১৯ ০৫:০৬

শ্রমিক লীগের বহুল প্রতীক্ষিত সম্মেলন শুরু হয়েছে

ডেস্ক রিপোর্ট ।। 

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে জাতীয় শ্রমিক লীগের বহুল প্রতীক্ষিত সম্মেলন শুরু হয়েছে।

শনিবার (৯ নভেম্বর) সকাল ১০টা ৪০মিনিটে সম্মেলন স্থলে এসে প্রধানমন্ত্রী উপস্থিত হন। জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তলেন করেন প্রধানমন্ত্রী। পরে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে ১৩তম জাতীয় সম্মেলনের উদ্বোধন করেন তিনি।

সেখান থেকে প্রধানমন্ত্রী মূল মঞ্চে প্রবেশ করেন। উপস্থিত নেতা-কর্মীরা স্লোগান দিয়ে তাদের নেত্রীকে স্বাগত জানান। প্রধানমন্ত্রী হাত নেড়ে কর্মীদের সম্ভাষণের জবাব দেন। এরপর তিনি মঞ্চে আসন গ্রহণ করেন।

এর আগে সকাল ৯টা থেকে সোহরাওয়ার্দী উদ্যান ঘুরে দেখা যায় সম্মেলনে অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শ্রমিকলীগের নেতা-কর্মীরা এসেছেন। দল বেঁধে উৎসব মুখর পরিবেশে সম্মেলন ভেনুতে প্রবেশ করছেন। 

সম্মেলনের পর বিকেল ৩টায় রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে শ্রমিক লীগের নেতা নির্বাচনের জন্য দ্বিতীয় অধিবেশন বসবে।

প্রসঙ্গত, আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম এ সংগঠনটি ১৯৬৯ সালের ১২ অক্টোবর প্রতিষ্ঠা লাভ করে। ২০১২ সালের ১৯ জুলাই শ্রমিক লীগের সর্বশেষ সম্মেলন হয়। সে সম্মেলনে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন জাতীয় শ্রমিক লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পান নারায়ণগঞ্জের শ্রমিক নেতা শুকুর মাহামুদ ও সাধারণ সম্পাদক হিসেবে আছেন জনতা ব্যাংক ট্রেড ইউনিয়নের নেতা সিরাজুল ইসলাম।