আন্তর্জাতিক ৯ নভেম্বর, ২০১৯ ০৩:২০

কলকাতায় দুপুরে আঘাত হানতে পারে 'বুলবুল'

ডেস্ক রিপোর্ট।। 

দুপুরের পর ঝড়টি উত্তর-পশ্চিম দিকে বাঁক নিয়ে সাগরদ্বীপ এবং খেপুপাড়ার মধ্যবর্তী জায়গায় ঢুকতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে পশ্চিমবঙ্গের কলকাতায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার সতর্কতা জারি করা হয়েছে। দুপুরের পর ঝড়টি উত্তর-পশ্চিম দিকে বাঁক নিয়ে সাগরদ্বীপ এবং খেপুপাড়ার মধ্যবর্তী জায়গায় ঢুকতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

বুলবুলের জেরে এ রাজ্যের উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টি চলবে আগামী ২৪ ঘণ্টা। কলকাতাতেও শনি এবং রবিবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। সেই সঙ্গে ৬০-৭০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে বলে জানিয়েছে কতৃপক্ষ।