রাজনীতি ৮ নভেম্বর, ২০১৯ ০৮:২৬

শিবির নেতার ঘর থেকে জিহাদি বই ও পাকিস্তানি পতাকা উদ্ধার

ডেস্ক রিপোর্ট ।।

রাজশাহীর বাঘা উপজেলায় শিবির নেতা আইয়ুব আলির বাড়ি থেকে বস্তাভর্তি জিহাদি বই এবং একাধিক কূপনসহ পাকিস্তানি পতাকা উদ্ধার করেছে পুলিশ। আইয়ুব আলী রাজশাহী জেলা ছাত্র শিবিরের আরডি এবং বাঘা উপজেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি বলে জানা গেছে। তার পিতার নাম আজগর আলী।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) সন্ধ্যার পর গোপন সংবাদের ভিত্তিতে আইয়ুব আলির বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সটকে পড়েন শিবির নেতারা। পরে আইয়ুবের বাড়ি তল্লাশি করে দুই শতাধিক জিহাদি বই, পাকিস্থানি পতাকা এবং দলীয় কূপন পাওয়া যায়।

বাঘা থানা পুলিশের একটি সূত্র জানায়, রাজশাহীর বাঘায় আগের যে কোনও সময়ের চেয়ে শিবির নেতাকর্মীদের তৎপরতা বেড়েছে। তারা চলতি জেএসসি পরীক্ষা শুরু হওয়ার আগের দিন আমোদপুর জামে মসজিদে ২০ জন তরুণ পরীক্ষার্থীর মাঝে পরীক্ষা উপকরণ বিতরণ করেন। এর এক সপ্তাহ আগে নদীতে ভ্রমণসহ রাতে গোপন বৈঠক ও নৈশ্য ভোজের ছবি উপজেলা শিবির সভাপতি দুর্জয় আলম সবুজের ফেসবুকে পাওয়া গেছে। সর্বশেষ বৃহস্পতিবার ( ৭ নভেম্বর) সন্ধ্যার পর শিবির নেতা আইয়ুব আলী বাড়িতে প্রায় ১৫-২০ জন নেতাকর্মী গোপন বৈঠক করছেন- এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ। কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে শিবির নেতারা সেখান থেকে পালিয়ে যান। একপর্যায়ে আইয়ুব আলীর ঘর তল্লাশি করে প্রায় দুই শতাধিক জিহাদি বই এবং একাধিক কূপনসহ পাকিস্তানি পতাকা উদ্ধার করা হয়।

স্থানীয়দের অভিযোগ, বাঘা উপজেলার আমোদপুর গ্রামে জামায়াতের আমির ও সাবেক উপজেলা চেয়ারম্যান মওলানা জিন্নাত আলীর বাড়ি হওয়ার সুবাদে ওই গ্রামের মসজিদটি জামায়াত-শিবিরের দখলে। দুই বছর আগে জামায়াতের জেলা আমীরসহ রাজশাহীর সকল উপজেলা থেকে আগত ১২ জন জামায়াত নেতাকে এই মসজিদ থেকে আটক করা হয়। বর্তমানে ওই এলাকায় শিবিরের তৎপরতা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। তারা অষ্টম শ্রেণিতে পড়ুয়া তরুণ শিক্ষার্থীদের শিবিরে ভেড়ানোর লক্ষ্যে পরীক্ষা সংক্রান্ত সামগ্রী বিতারণ করছেন।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আতিক রেজা বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যার পর শিবির নেতা আইয়ুব আলীর বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে এক বস্তা জিহাদি বই, অর্থ আদায় ও দলে যোগদানের কূপনসহ পাকিস্থানি পতাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় একটি মামলা হয়েছে। শিগগির অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’