অর্থ ও বাণিজ্য ৮ নভেম্বর, ২০১৯ ০৫:৫২

পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে অভিযানে নামছে বাণিজ্য মন্ত্রণালয়

ডেস্ক রিপোর্ট।। 

পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে রাজধানীর শ্যামবাজারে বাজারে আজ আবারো অভিযান পরিচালনা করবে বাণিজ্য মন্ত্রণালয়ের ভ্রাম্যমাণ আদালত। দুপুরে এ অভিযান পরিচালনার কথা রয়েছে।

এ বিষয়ে বৈঠক করছেন বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা। এদিকে, অভিযান অব্যাহত থাকলেও পেঁয়াজের দাম বৃদ্ধি নিয়ে অভিযোগ করেছেন ক্রেতারা। রাজধানীর বেশিরভাগ খুচরা বাজারে কেজি প্রতি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে সর্বোচ্চ ১৩৫ টাকায়। আর মিয়ানমার ও মিশরের পেঁয়াজ বিক্রি হচ্ছে ১১৫ ও ৯০ টাকায়।

বৃহস্পতিবার মূল্যতালিকা না রাখা ও বেশি দামে বিক্রির অভিযোগে রাজধানীর কারওয়ান বাজারে ৯ পেঁয়াজ ব্যবসায়ীকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় অন্যান্য ব্যবসায়ীদেরও সর্তক করা হয়। গত সেপ্টেম্বরে ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিলে, বাংলাদেশে পেঁয়াজের দাম হঠাৎ করে বেড়ে যায়।