খেলাধুলা ৭ নভেম্বর, ২০১৯ ০২:২৫

টেস্ট দল ভারত যাচ্ছে শুক্রবার

স্পোর্টস ডেস্ক।। 

ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের মিশনে দলের সঙ্গে যোগ দিতে টেস্ট অধিনায়ক মুমিনুল হকসহ নয়জন ক্রিকেটার শুক্রবার, ৮ নভেম্বর ভারত যাচ্ছেন। টেস্ট দলের বাকি সাত সদস্য এখন টি-টোয়েন্টি দলের সঙ্গে আছেন। টি-টোয়েন্টি সিরিজ শেষে বাংলাদেশ দুই টেস্টের সিরিজে লড়বে ভারতের বিপক্ষে। সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ইন্দোরে ১৪ নভেম্বর। দ্বিতীয় ও শেষ টেস্টের আসর জমবে কলকাতার ইডেন গার্ডেন্সে ২২ নভেম্বর। কলকাতা টেস্ট হবে দিন রাতের।

নতুন টেস্ট অধিনায়ক নিয়ে এই সফরে যাচ্ছে বাংলাদেশ টেস্ট দল। সাকিবের নিষেধাজ্ঞার পর নতুন টেস্ট অধিনায়ক হিসেবে মিডলঅর্ডার ব্যাটসম্যান মুমিনুল হককে বেছে নিয়েছে বিসিবি। শুক্রবার অধিনায়ক মুমিনুলের সঙ্গে টেস্ট দলের বাকিরা যারা ভারতে যাচ্ছেন তারা হলেন- ইমরুল কায়েস, সাদমান ইসলাম, তাইজুল ইসলাম, মেহেদি হাসান মিরাজ, নাঈম হাসান, সাঈফ হাসান, এবাদত হোসেন ও আবু জায়েদ রাহি।

টি-টোয়েন্টি সিরিজ শেষে বেশ কয়েকজন খেলোয়াড় দেশে ফিরে আসবেন। আর বাকি সাত সদস্য টেস্ট দলের এই নয়জনের সঙ্গে রয়ে যাবেন।

ভারতের মাটিতে টেস্ট সিরিজ। তাও আবার দলের দুই সিনিয়র সদস্য সাকিব আল হাসান ও তামিম ইকবালকে ছাড়া? নতুন টেস্ট অধিনায়ক হিসেবে প্রথম সিরিজেই অনেক কঠিন অ্যাসাইনমেন্টের সামনে মুমিনুল হক। তবে জাতীয় দলের অধিনায়কত্ব নতুন কিছু হলেও এ নিয়ে বাড়তি কোনো চাপ অনুভব করছেন না বলে জানিয়েছেন মুমিনুল-‘সত্যি কথা বলতে কি আমি অধিনায়কত্ব করবো, সেজন মোটেও প্রস্তুতই ছিলাম না। কখনো ভাবিওনি বাংলাদেশের অধিনায়ক হবো। তবে অধিনায়কত্ব পেয়েছি, সেজন্য আলহামদুলিল্লাহ! আর অধিনায়কত্ব বিষয়কে আমি কখনো চাপ বা বাড়তি দায়িত্ব বলে ভাবতে রাজি না। যদি অমনটা মনে করি তাহলে তো নিজেই বাড়তি চাপে পড়বো। আগে যেভাবে রান করতাম, দলের হয়ে খেলতাম এখনো তেমনই করে যাবো।’

অধিনায়কত্বের শুরুতেই দিনরাতের টেস্ট ম্যাচের রোমাঞ্চ পেতে চলেছেন মুমিনুল হক। কলকাতা টেস্টের এই আয়োজন প্রসঙ্গে বাংলাদেশের টেস্ট অধিনায়ক বলছিলেন-‘এটা দারুণ একটা সুযোগ হবে। আগে কখনোই আমরা ফ্লাডলাইটের আলোয় বা গোলাপি বলে টেস্ট ম্যাচ খেলিনি। সেই সুযোগটা এবার পেতে যাচ্ছি। যদি ভালো ক্রিকেট খেলতে পারি, তাহলে দারুণ হবে পুরো ব্যাপারটা।’

ইন্দোরে এবং কলকাতায় বিরাট কোহলির সঙ্গে টেস্ট ম্যাচের জন্য বাংলাদেশ দলের অধিনায়ক হিসেবে টস করতে নামছেন-এমন কিছু তো মাত্র দু’সপ্তাহ আগেও ভাবেননি মুমিনুল হক।

ক্রিকেট আসলে কখন কার ভাগ্যে কি লিখে রেখেছে- কে জানে? নিজের সেই ক্রিকেটীয় সৌভাগ্য রেখাকে দুই টেস্টের সিরিজে আরো অনেক বাড়িয়ে নিতে চান বাংলাদেশ টেস্ট অধিনায়ক।

বাংলাদেশ টেস্ট দল: মুমিনুল হক (অধিনায়ক), ইমরুল কায়েস, সাদমান ইসলাম, সাঈফ হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, লিটন দাস, নাঈম হাসান, মুস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম, আল আমিন হোসেন, এবাদত হোসেন ও আবু জায়েদ রাহি।