জাতীয় ৭ নভেম্বর, ২০১৯ ০৮:৪০

কালশি-বনানী ফ্লাইওভারে যানচলাচল বন্ধ থাকবে এক মাস

ডেস্ক রিপোর্ট ।।

শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের সামনে বিমানবন্দর সড়কে আন্ডারপাস নির্মাণকাজের জন্য জিল্লুর রহমান উড়াল সড়কের ইসিবি-বনানী অংশের চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। কালশী থেকে বনানী- মহাখালীগামী সব যানবাহনগুলোকে এজন্য খিলক্ষেত হয়ে ঘুরে যেতে হচ্ছে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল থেকেই ফ্লাইওভারের ওই অংশে যানবাহন চলাচল বন্ধ রাখায় ব্যাপক যানজট তৈরি হয়েছে। এ পথে বেশ কয়েকজন ট্রাফিক পুলিশ সদস্যকে যানবাহন নিয়ন্ত্রণের কাজ করতে দেখা গেছে। তার পরেও যানজট নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না।

পুলিশ জানিয়েছে, ইসিবি থেকে বনানীর দিকে আন্ডারপাস নির্মাণের জন্য ফ্লাইওভারের ওই অংশের নিচ দিয়ে বক্স বসানো হবে। সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোর এ কাজ করছে। এ কারণে সাময়িকভাবে ফ্লাইওভারটি বন্ধ রাখা হয়েছে। আন্ডারপাস নির্মাণ হয়ে গেলে যানচলাচলের জন্য ফ্লাইওভারের এই অংশ চালু করা হবে।

ফ্লাইওভারের নির্মাতারা জানিয়েছেন, আগামী একমাস নির্মাণকাজের জন্য ফ্লাইওভারের ওই অংশ বন্ধ থাকবে।