শিক্ষা ৬ নভেম্বর, ২০১৯ ০২:২৬

ক্লাসে হাসি দেয়ায় বাকপ্রতিবন্ধী শিশুকে পিটিয়ে যখম

ডেস্ক রিপোর্ট ।।

শ্রেণিকক্ষে হাসা-হাসি করার কারণে টাঙ্গাইলের দেলদুয়ারে দ্বিতীয় শ্রেণির বাকপ্রতিবন্ধী শিক্ষার্থীকে পিটিয়ে জখম করেছেন শিক্ষক।

মঙ্গলবার ঘটনাটি ঘটেছে উপজেলার লাউহাটি ইউনিয়নের লাউহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এ ঘটনায় ওই শিক্ষার্থীর পিতা বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতির নিকট অভিযোগ দিয়েছেন।

জানা যায়, মঙ্গলবার বিদ্যালয়ের শ্রেণিকক্ষে সহপাঠীর সঙ্গে হাসা-হাসি করছিল তানজিনা আক্তার নামের বাকপ্রতিবন্ধী শিক্ষার্থী। এতে সহকারী শিক্ষক রেহেনা বেগম ক্ষিপ্ত হয়ে ওই শিক্ষার্থীকে বেত দিয়ে বেদম পেটান। এতে তার শরীরের বিভিন্ন স্থানে জখম হয়।

এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা আক্তার বলেন, অভিযোগ দিতে ওই শিক্ষার্থীসহ অভিভাবক এসেছিলেন। ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ব্যাপারে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো. হাসমত আলী খান বলেন, অভিযোগ পাওয়ার পর তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য ৭ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।