কৃষি ৬ নভেম্বর, ২০১৯ ০৯:০৪

কৃষকরাই বাংলাদেশের প্রাণ, কৃষকরাই বাংলাদেশকে বাঁচিয়ে রাখে: প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট ।।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, কৃষকরাই বাংলাদেশের প্রাণ, কৃষকরাই বাংলাদেশকে বাঁচিয়ে রাখে।

বুধবার (৬ নভেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে কৃষক লীগের ১০ম সম্মেলনে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ কৃষিনির্ভর দেশ। কৃষকরাই বাংলাদেশকে বাঁচিয়ে রাখে। কৃষক ফসল ফলায়, আমরা খেয়ে বেঁচে থাকি। একটি সমাজ ও দেশের জন্য কৃষক অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

শেখ হাসিনা বলেন, ‘আগে কৃষক ফসল ফলোতো কিন্তু তার পেটে খাবার ছিল না। তাদের পরনের কাপড় ছিল না। কৃষকের অধিকার সংরক্ষণে আমরা কাজ করে যাচ্ছি। কৃষক যেনো তাদের ন্যায্য অধিকার আদায় করতে পারে সে লক্ষ্যে কাজ করে যাচ্ছি। ’

প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে ই-কৃষি চালু হয়েছে। কৃষকরা যেকোনও সমস্যার সমাধানে ‘১৬১২৩’ কল করে জানতে পারে। আমাদের কৃষকরাও এখন যথেষ্ট পরিপক্ব। মোট কথা কৃষকদের যত ধরনের সুবিধা দেওয়ার কথা আমরা তা দিচ্ছি। ’

তিনি বলেন, ‘আমরা ১০০টি অর্থনৈতিক অঞ্চল করে দিচ্ছি। এটার অর্থ হলো যেন কৃষি জমি নষ্ট না হয়। যারা ইন্ডাস্ট্রি করতে চায় তাদেরকে ওইসব অঞ্চলে প্লট দেওয়া হবে। এছাড়া সব ধরনের সার্ভিস দেওয়া হবে। তারা সেখানে শিল্প গড়ে তুলবে। কারণ আমার কৃষি জমি বাঁচাতে হবে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘কৃষকের স্বার্থ রক্ষার পাশাপাশি আমরা উন্নত হবো, শিল্পায়ন করবো। তবে কৃষকদের বা কৃষিকে বাদ দিয়ে নয়। কাজেই আমাদের উন্নয়নে কৃষকদের সবসময় গুরুত্ব দিয়ে থাকি।’

শেখ হাসিনা বলেন, ‘আমরা এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। খাদ্য উৎপাদনের সারাবিশ্বে আমরা চতুর্থ অবস্থানে আছি। বাংলাদেশ একটি মানুষও আর গৃহহারা থাকবে না। তাদের প্রত্যেকের যেন মাথা গোঁজার ঠাঁই হয়, আমরা সে ব্যবস্থা আমরা করে দিচ্ছি।’