জাতীয় ৫ নভেম্বর, ২০১৯ ০৫:০৯

এবার আনিসুল হককে পুলিশের জিজ্ঞাসাবাদ

ডেস্ক রিপোর্ট।।

কিশোর আলোর(কিআ) অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী নাঈমুল আবরার রাহাত নিহতের ঘটনায় সাময়িকীটির সম্পাদক ও প্রখ্যাত লেখক আনিসুল হকসহ প্রত্যক্ষদর্শীদের অনেককেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ জানতে প্রয়োজন অনুসারে সবাইকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে মোহাম্মদপুর থানা পুলিশ।

মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জি জি বিশ্বাস বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আমরা ঘটনার পর আনিসুল হকসহ অনেককে জিজ্ঞাসাবাদ করেছি। যখনই কোনও তথ্য জানার প্রয়োজন হবে, তখনই যে কাউকে জিজ্ঞাসাবাদ করা হবে।’

প্রসঙ্গত, শুক্রবার (১ নভেম্বর) বিকালে কিশোর আলোর এক অনুষ্ঠান চলাকালে ঢাকা রেসিডেন্সিয়াল কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী আবরার বিদ্যুৎস্পৃষ্ট হয়। এই ঘটনায় ওই স্কুলে থাকা জরুরি মেডিক্যাল ক্যাম্পের দু’জন চিকিৎসক ও শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।