অপরাধ ও দুর্নীতি ৩ নভেম্বর, ২০১৯ ০৮:৫৯

গলায় ওড়না পেঁচিয়ে খালাকে খুন, দেখে ফেলায় খালুকে ছুরিকাঘাত

ডেস্ক রিপোর্ট ।।

গাজীপুরে শ্বাসরোধ করে খালা রীনা আক্তারকে (৫০) হত্যা করেছে তার ভাগ্নে। দেখে ফেলায় খালু সিদ্দিক বেপারীকেও (৫৫) ধারালো অস্ত্রে পেটে ও গলায় আঘাত করে পালিয়ে গেছে ভাগ্নে হোসেন (১৪)।

রবিবার (৩ নভেম্বর) সকালে গাজীপুর সিটি করপোরেশনের পশ্চিম বিলাশপুর এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ এবং নিহতের পুত্রবধু হেনা ও ইভা আহত সিদ্দিক ব্যাপারীর বরাত দিয়ে জানান, সিদ্দিক-রীনা দম্পতির তিন ছেলে। বড় দুই ছেলে সৌদী প্রবাসী। ওই দম্পতি ছোট ছেলে দেলোয়ার ও তার স্ত্রী হেনাকে নিয়ে গাজীপুর সিটি করপোরেশনের পশ্চিম বিলাশপুর এলাকার নিজস্ব ৫ তলা ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে বসবাস করেন। রীনা আক্তারের বোনের ছেলে হোসেন আরও দুই বন্ধু নিয়ে শনিবার (২ নভেম্বর) দুপুরে তাদের বাসায় বেড়াতে আসে।

রবিবার সকাল ৭টার দিকে তারা রীনা আক্তারের গলায় ওড়না পেঁচিয়ে ও বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে। এ ঘটনা সিদ্দিক বেপারী দেখে ফেললে তাকে ধারালো অস্ত্র দিয়ে পেটে ও গলায় আঘাত করে তারা দৌড়ে পালিয়ে যায়। সিদ্দিক বেপারী আর্তচিৎকার শুনে তার স্বজন ও আশপাশের ফ্ল্যাটের লোকজন তাদের উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক রীনা আক্তারকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ওই হাসপাতাল মর্গে পাঠায়।

গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক প্রণয় কুমার দাস জানান, রীনা আক্তারকে মৃতাবস্থায় এবং তার স্বামী সিদ্দিক বেপারীকে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে আনা হয়। সিদ্দিকের গলায় ও পেটে ধারালো অস্ত্রের জখম রয়েছে। সিদ্দিক বেপারীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানার পরিদর্শক শেখ মো. মিজানুর রহমান জানান, রবিবার সন্ধ্যা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।

গাজীপুর মে্েট্টাপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ক্রাইম) মোহাম্মদ শরিফুর রহমান ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কোন কারণে এ ঘটনা ঘটেছে। বিয়টির তদন্ত চলছে।