বিনোদন ৩ নভেম্বর, ২০১৯ ০৪:৩০

একটি উৎসব শেষ হবে আজ, কাল সোমবার আর একটি।

বিনোদন ডেস্ক ।। 

একটি উৎসব শেষ হবে আজ রবিবার রাতে। কাল সোমবার শুরু হচ্ছে আরেকটি উৎসব। মহাকাল নাট্য সম্প্রদায়ের তিন যুগ পূর্তি উপলক্ষে ১০ দিনব্যাপী ‘বাংলা নাট্য উৎসব’–এর উদ্বোধন করা হবে কাল সন্ধ্যায়।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তন, পরীক্ষণ থিয়েটার মিলনায়তন, বাংলাদেশ মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তন ও দনিয়া স্টুডিও থিয়েটার মিলনায়তনে এ উৎসব চলবে ২৮ অক্টোবর পর্যন্ত। পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও আসামের পাঁচটি নাটকসহ বাংলা ভাষাভাষীর ৩১টি নাটক থাকবে এ আয়োজনে।

কাল সন্ধ্যা ছয়টায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে ‘বাংলা নাট্য উৎসব ২০১৯’–এর উদ্বোধন করবেন ত্রিপুরা বিধানসভার চিফ হুইপ কল্যাণী রায়, নাট্যজন রামেন্দু মজুমদার এবং মঞ্চসারথিখ্যাত আতাউর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের পরিচালক নিপা চৌধুরী এবং বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল কামাল বায়েজীদ। সভাপতিত্ব করবেন মহাকাল নাট্য সম্প্রদায়ের সাবেক সভাপতি ও আওয়ামী লীগের তথ্যও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন। অনুষ্ঠান সঞ্চালন করবেন সংগঠনের ঊর্ধ্বতন সদস্য মীর নাহিদ আহসান। স্বাগত বক্তব্য দেবেন সংগঠনের সভাপতি মীর জাহিদ হাসান, শুভেচ্ছা বক্তব্য দেবেন উৎসব পরিষদের আহ্বায়ক কবির আহামেদ।

সংগঠনের সভাপতি মীর জাহিদ হাসান জানান, উৎসবে ভারতের আসাম রাজ্য থেকে ভাবিকাল থিয়েটার, পশ্চিমবঙ্গ থেকে এবং আমরা থিয়েটার ও রঘুনাথগঞ্জ থিয়েটার গ্রুপ এবং ত্রিপুরা থেকে শুভম নাট্যচক্র ও লারনার্স থিয়েটার অংশগ্রহণ করবে। বাংলাদেশের অংশগ্রহণকারী দলগুলো হচ্ছে মহাকাল নাট্য সম্প্রদায়, দেশনাটক, প্রাচ্যনাট, থিয়েটার আর্ট ইউনিট, নাট্যচক্র, বুনন থিয়েটার, শব্দ নাট্যচর্চা কেন্দ্র, আরণ্যক নাট্যদল, থিয়েটার সার্কেল, মুন্সিগঞ্জ, ঢাকা থিয়েটার, ব্যতিক্রম নাট্যগোষ্ঠী, নাট্যতীর্থ, নাট্যম রেপর্টরি, লোক নাট্যদল (বনানী), সময়, নাগরিক নাট্যাঙ্গন অনসাম্বল, বটতলা, অনুরাগ থিয়েটার, চন্দ্রকলা থিয়েটার, নবনাট, পদাতিক নাট্য সংসদ (টিএসসি), বাংলাদেশের পুতুলনাট্য গবেষণা কেন্দ্র, কথক, নাট্যযোদ্ধা ও বাংলা নাট্যদল।

মীর জাহিদ হাসান বলেন, ‘মহাকালের গর্বিত তিন যুগ সাফল্যের অর্জন। আর এ জন্য তিন যুগে দাঁড়িয়ে আমরা উৎসব আয়োজন করছি বাংলা ভাষাভাষী ৩১টি নাটক নিয়ে বাংলা নাট্য উৎসব। একই উৎসবে ভারতের তিনটি রাজ্য এবং বাংলাদেশের নাটকগুলো উপস্থাপনার মধ্য দিয়ে বাংলা নাটকের একটি যোগসূত্র রচনা করতে চাই। উৎসবের এ মিলনমেলায় সম্মানিত দর্শক ও নাট্যকর্মীরা একত্রে ভারত ও বাংলাদেশের নান্দনিক নাট্য প্রযোজনার সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবে।’

১৯৮৩ সালে যাত্রা শুরু করে মহাকাল নাট্যসম্প্রদায়। প্রতিষ্ঠার পর থেকে অবিরাম নাট্যচর্চায় মহাকাল নাট্যসম্প্রদায় ৪০টি নাট্য প্রযোজনা মঞ্চে এনেছে। ইতিমধ্যে প্রযোজনাগুলোর ১ হাজার ১৯টি প্রদর্শনী সম্পন্ন করেছে। দুটি নাট্য প্রযোজনার শতাধিক মঞ্চায়ন এবং একটি প্রযোজনার ১৫০তম মঞ্চায়ন সম্পন্ন করেছে। মঞ্চে চারটি প্রযোজনা নিয়মিতভাবে মঞ্চায়ন করে যাচ্ছে।