খেলাধুলা ৩০ অক্টোবর, ২০১৯ ০৯:৪১

‘সাকিব কত বেয়াদব পরে দেখা যাবে, সবাইকে এখন পাশে দাঁড়াতে হবে’

ডেস্ক রিপোর্ট।। 

আইসিসি ইতোমধ্যে সাকিবের ব্যাপারে বিসিবিকে বিস্তারিত জানিয়েছে। তাকে জাতীয় দলের সঙ্গে অনুশীলন না করার নির্দেশনাও দিয়েছে আইসিসি। এ কারণে অসুস্থ বলে জাতীয় দলের অনুশীলনে যোগ দিচ্ছেন না সাকিব। সোমবার বিসিবির একাধিক পরিচালকের সঙ্গে কথা বলে জানা গেছে, সাকিব পরবর্তী সময়ে আকসুকে সহায়তা করায় একটু নমনীয় তারা।

শাস্তি ১৮ মাস নির্ধারণ করা হলেও সাকিব আপিল করলে সেটা কমিয়ে দেওয়ার প্রতিশ্রুতি পাওয়া গেছে। বিসিবির সহযোগিতা চাওয়ার পাশাপাশি সাকিব আইসিসির কাছেও ক্ষমা চেয়ে শাস্তি মওকুফের আবদেন করবেন। আইসিসি দুর্নীতি দমন বিভাগের নিয়ম ও শৃঙ্খলা মেনে চললে এই শাস্তি ছয় মাসে নেমে আসতে পারে। এটাই এক্ষেত্রে সর্বনিম্ন শাস্তি।

সাকিবের এই নিষেধাজ্ঞা নিয়ে এখন দেশের ক্রিকেট তোলপাড়। তখনই কথা বললেন গণজাগরন মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার। ইমরান সোশ্যাল হ্যান্ডেলে লিখেছেন,’সাকিব কতো বেয়াদব, ওর আর কি কি দোষ আছে সেসব পরে দেখা যাবে। জাতি হিসেবে আমাদের এখন দায়িত্ব ঐক্যবদ্ধভাবে সাকিবের পাশে দাঁড়ানো।

ইমরান বলেন, গণমাধ্যম, বিসিবি, সরকার, জনগণ; সবার কর্তব্য সাকিবের কাঁধে হাত রেখে বলা ‘আমরা তোমার পাশে আছি সাকিব’। কেননা সাকিব এখন শুধু একজন ব্যক্তি নন। সাকিবের সাথে জড়িয়ে আছে বাংলাদেশের সম্মান। সাকিব মানেই বাংলাদেশ।