খেলাধুলা ২৯ অক্টোবর, ২০১৯ ০৬:০৭

সাকিবকে নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ঝড়

ডেস্ক রিপোর্ট।।

অসতর্কতার কারণে ও ঘটনার গুরুত্ব বুঝতে না পারায় এক জুয়াড়ির টেলিফোনের তথ্য গোপন করার মাশুল গুনতে যাচ্ছেন টাইগারদের ওয়ানডে অধিনায়ক সাকিব আল হাসান।

আইসিসি'র অ্যান্টি করাপশন ইউনিটের কোড অব কন্ডাক্ট বলছে এ জন্য অভিযুক্তের সাজা হতে পারে সর্বোচ্চ পাঁচ বছর। আর অপরাধ লঘু হলে সর্বনিম্ন ছয় মাস। তবে সাজার বিরুদ্ধে সুযোগ আছে আপিল করার।

সাকিবের বিষয়টি নিয়ে দেশীয় গণমাধ্যমের পাশাপাশি আন্তর্জাতিক গণমাধ্যমও সরব।

ভারতের জনপ্রিয় দৈনিক 'দ্য টাইমস অব ইন্ডিয়া'র খবরে বলা হয়েছে, বাংলাদেশের তারকা খেলোয়াড় সাকিব আল হাসানের ১৮ মাসের নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে পারে। বাংলাদেশ দলের ভারত সফরের আগে সাকিবকে নিয়ে এ জটিলতা সৃষ্টি হয়েছে।

ইএসপিএন ক্রিকইনফোর খবরে বলা হয়েছে, জুয়াড়ির তথ্য না জানানোয় সাকিবের বিরুদ্ধ তদন্ত। সাকিব আল হাসান কিছুদিন ধরে প্রশিক্ষণে অংশ নিচ্ছিলেন না। তবে বিসিবি পরিস্কার করেনি, কেন সাকিব উপস্থিত থাকছেন না।

এনডিটিভির খবরে বলা হয়েছে, সাকিব আল হাসান ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েও তা কর্তৃপক্ষকে জানাননি। বিষয়টি আইসিসির আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। আইসিসি সাকিবের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নিতে পারে।

ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে, বাংলাদেশি তারকা খেলোয়ার সাকিব আল হাসান ১৮ মাস নিষেধাজ্ঞার মুখে পড়তে যাচ্ছেন। ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পাওয়ার পর তা না জানানোয় তার বিরুদ্ধে তদন্ত হচ্ছে।

দ্য হিন্দুর খবরে বলা হয়েছে, বাংলাদেশি খেলোয়ার সাকিব আল হাসান একটি আন্তর্জাতিক ম্যাচের আগে ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েছিলেন। কিন্তু এই তথ্য কর্তৃপক্ষকে না জানানোয় এখন তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হচ্ছে।