অর্থ ও বাণিজ্য ২৯ অক্টোবর, ২০১৯ ০২:২৪

ভ্যাট আইন বাস্তবায়নের লক্ষ্যে রাজস্ব বোর্ডের বিশেষ কার্যক্রম

ডেস্ক রিপোর্ট।। 

ভ্যাট আইনের বাস্তবায়নের লক্ষ্যে ব্যবসায়ীদের দ্বারে দ্বারে যাচ্ছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মীরা। এবিষয়ে এনবিআরের চেয়ারম্যান  মো. মোশাররফ হোসেন ভূঁইয়া আজ ২৯ অক্টোবর দুপুর ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। 

আমাদের কাগজের পাঠকদের জন্য এনবিআরের চেয়ারম্যান  মো. মোশাররফ হোসেন ভূঁইয়ার ফেসবুক স্ট্যাটাস তুলে ধরা হলো- 

'নতুন ভ্যাট আইনে অনলাইনে ১৩ ডিজিট নিবন্ধন গ্রহণে উদ্বুদ্ধ করতে ঢাকা পশ্চিমের কর্মকর্তারা ব্যবসায়ীদের দ্বারে দ্বারে যাচ্ছেন। মিডিয়াতে প্রচারণার পাশাপাশি প্রতিটি এলাকায় মাইকিং ও লিফলেট বিতরণ চলছে। আগামি ৩১ অক্টোবর এই নিবন্ধন গ্রহণের শেষসময়। এসংক্রান্ত যে কোন জিজ্ঞাসার জন্য ১৬৫৫৫ এ কল করা যাবে। সকলের সহযোগিতায় ভ্যাট আইনের বাস্তবায়ন এগিয়ে যাচ্ছে।' 

প্রসঙ্গত, মো. মোশাররফ হোসেন ভূঁইয়াকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান হিসেবে ২০১৮ সালের জানুয়ারি মাসে দায়িত্ব গ্রহণের পর থেকে ব্যবসায়ীদের ভ্যাট প্রদানে আগ্রহী করে তোলার জন্য নানা কার্যক্রম পরিচালনা করে আসছেন।