শিক্ষা ২৯ অক্টোবর, ২০১৯ ০৯:১০

চিকিৎসার জন্য চেন্নাই গেলেন সাদ্দাম

নিজস্ব প্রতিবেদক।। 

প্রধানমন্ত্রীর নির্দেশে উন্নত চিকিৎসার জন্য চেন্নাই গেলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) এজিএস ও ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন। এজন্য ২৯ অক্টোবর থেকে ১০ নভেম্বর পর্যন্ত ডাকসু কার্যক্রম হতে ছুটিও নিয়েছেন তিনি। 

ছুটির জন্য করা আবেদনে ডাকসুর সহ-সাধারণ সম্পাদক (এজিএস) সাদ্দাম হোসেন উল্লেখ করেছেন, গত একমাস যাবৎ তিনি অসুস্থতাজনিত কারণে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। অসুস্থ অবস্থাতেও যতটুকু সম্ভব ডাকসুর দায়িত্ব পালন করেছেন। কিন্তু, উন্নত চিকিৎসার জন্য ২৯ শে অক্টোবর দেশের বাইরে যেতে হচ্ছে। ২৯শে অক্টোবর থেকে ১০ই নভেম্বর পর্যন্ত চিকিৎসার জন্য ছুটি প্রয়োজন।

মেরুদণ্ডে (স্পাইনাল) সমস্যা জনিত কারণে গত ২৯ সেপ্টেম্বর থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে ছিলেন ডাকসুর এজিএস ও ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন। তবে তার শারীরিক অবস্থা ভাল হলেও ডাক্তার তাকে সার্জারি করার পরামর্শ দেন। যার কারণে চেন্নাইয়ের একটি হাসপাতালে তিনি সার্জারি করতে যাচ্ছেন তিনি । 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সুচিকিৎসার যাবতীয় ব্যবস্থা গ্রহন করেছেন বলে জানিয়েছেন সাদ্দাম।

এ বিষয়ে সোমবার রাতে তার ফেসবুক স্ট্যাটাসে লিখেন, ‘আগামীকাল চিকিৎসার জন্য দেশের বাইরে যাচ্ছি। অনেকদিন অসুস্থ থাকার কারণে সবার সাথে ঠিকঠাক যোগাযোগ রাখতে পারিনি, অর্পিত দায়িত্ব পালন করতে পারিনি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে থাকার সময় অনেকেই দেখা করতে চেয়েছে, নিষেধ করেছি কিংবা অসুস্থতার জন্য সবসময় হয়তো সদয় আচরণ করিনি। আমার সার্বক্ষণিক খোঁজখবর নেয়ার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা এবং বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ভালোবাসা।’

‘বঙ্গবন্ধুতনয়া দেশরত্ন শেখ হাসিনা আমার সুচিকিৎসার যাবতীয় ব্যবস্থা করেছেন, শত ব্যস্ততার মাঝেও আমার মত একজন ক্ষুদ্র কর্মীর জন্য নির্দেশনা দিয়েছেন, তদারকি করেছেন। প্রিয় বঙ্গবন্ধুতনয়া, আপনার কাছে আমার জন্ম-জন্মান্তরের ঋণ। বঙ্গবন্ধুর আদর্শ, মুক্তিযুদ্ধের অঙ্গীকার ধারণ করে যেন জীবনের বাকি পথটুকু চলতে পারি, আপনি শুধু এই আশীর্বাদটুকু রাখবেন।’

‘অসুস্থতা সত্ত্বেও আজ সন্ধ্যায় টিএসসি যাব কিছু সময়ের জন্য। আমার জন্য দোয়া করবেন। আপনাদের সকলের কল্যাণ হোক। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয়তু দেশরত্ন শেখ হাসিনা।’