অপরাধ ও দুর্নীতি ২৮ অক্টোবর, ২০১৯ ০৬:৫৮

সন্তানকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ পালিত বাবার বিরুদ্ধে

ডেস্ক রিপোর্ট ।।

যশোরে রাকিব সরদার (১৫) নামে এক কিশোরকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে তার পালিত বাবার বিরুদ্ধে।

রবিবার (২৭ অক্টোবর) রাতে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রাকিরের বাবার অভিযোগের ভিত্তিতে সোমবার (২৮ অক্টোবর) শহরের জেলা জজ আদালত পাড়ার বাসা থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত রাকিব পাবনার সুজানগর উপজেলার বংকুলিয়া গ্রামের সাইন সাগরের ছেলে। তার পালিত বাবা মাসুম শেখ যশোর শহরের আদালত পাড়ার চা দোকানি। রাকিব মায়ের সঙ্গে পালিত বাবার সঙ্গেই থাকতো।

রাকিব সরদারের বাবা সাগর সরদারের অভিযোগ, খাবারের সঙ্গে বিষ খাইয়ে তার ছেলে রাকিবকে হত্যা করা হয়েছে।

কোতোয়ালী থানা পুলিশের ওসি মনিরুজ্জামান বলেন, খাদ্যে বিষক্রিয়ায় হাসপাতালে চিকিৎসাধীন রাকিব মারা যায়। পরিবারের লোকজন হাসপাতাল থেকে লাশ বাসায় নিয়ে যায়। তার মৃত্যু নিয়ে প্রশ্ন উঠায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

রাকিবের মা ফরিদা বলেন, রবিবার রাত ৮টার দিকে রাকিব খেয়ে ঘুমিয়ে পড়ে। রাত ১০টার দিকে তার শরীর ঠাণ্ডা হয়ে গেলে তাকে হাসপাতালে নিয়ে যাই। রাতে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। লাশ বাড়িতে এনে দাফন করতে গেলে পুলিশ বাধা দেয় এবং ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে যায়।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক কল্লোল কুমার সাহা বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।