আইন ও আদালত ২৮ অক্টোবর, ২০১৯ ০৮:৫৩

নুসরাত হত্যা: আসামিদের কনডেম সেলে পাঠাতে চিঠি

ডেস্ক রিপোর্ট ।। 

ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যা মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত ১৬ আসামিকে কুমিল্লা কারাগারের কনডেম সেলে পাঠাতে আইজি প্রিজন্সের কাছে চিঠি পাঠানো হয়েছে।

ফেনী জেলা কারাগারে পৃথক কনডেম সেল না থাকায় রবিবার জেলা কারা কর্তৃপক্ষের পক্ষ থেকে এই চিঠি পাঠানো হয়। এদিকে, আগামী মঙ্গলবার মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স হাইকোর্টে যাচ্ছে।

ফেনী কারাগারের জেলার দিদারুল আলাম গণমাধ্যমকে বলেন, ফেনী জেলা কারাগারে কোনো কনডেম সেল নেই। এজন্য নুসরাত হত্যা মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত ১৬ আসামিকে কুমিল্লা কারাগারে পাঠানোর জন্য আইজি প্রিজন্সের কাছে চিঠি পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, ‌কুমিল্লা কারাগারে অনেকগুলো কনডেম সেল রয়েছে। সেসব কনডেম সেল ফাঁকা থাকলে আসামিদের সেখানে স্থানান্তর করা হবে। সেখানে ফাঁকা না থাকলে কাশিমপুরসহ যেসব কেন্দ্রীয় কারাগারে কনডেম সেল ফাঁকা রয়েছে, সেখানে আসামিদের পাঠিয়ে দেয়া হবে।

প্রসঙ্গত, নুসরাত জাহান রাফিকে হাত-পা বেঁধে পুড়িয়ে হত্যার মামলায় ১৬ আসামির সবাইকে মৃত্যুদণ্ড দেন ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদ। আসামিদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানাও করা হয়।