শিক্ষা ২৩ অক্টোবর, ২০১৯ ০৫:২৫

যে কারণে শিক্ষকদের সমাপনী পরীক্ষা বর্জনের হুমকি

ডেস্ক রিপোর্ট।। 

বেতনবৈষম্য নিরসনের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশে অংশ নিতে না পেরে মিছিল করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা; দাবি আদায় না হলে সমাপনী পরীক্ষা বর্জনের ঘোষণা।

গ্রেড পরিবর্তন ও বেতন বৃদ্ধির দাবিতে পূর্বঘোষণা অনুযায়ী কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশে যোগ দিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা বুধবার সকাল থেকে জড়ো হতে থাকেন শহীদ মিনার চত্বরে।প্রাথমিক শিক্ষকদের ১৪টি সংগঠন নিয়ে গঠিত মোর্চা বাংলাদেশ প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদ মহাসমাবেশের ডাক দেয়। 

আজ সমাবেশ থেকে দাবি পূরণের জন্য আগামী ১৩ই নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দেন শিক্ষকরা। এর মধ্যে বেতন বৈষম্যের নিরসন না হলে এবং এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা না করা হলে আসন্ন প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা বর্জন করা হবে বলেও জানান তারা।

এর আগে প্রধান শিক্ষকদের জাতীয় বেতন স্কেলের দশম গ্রেডে ও সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে বেতন দেয়ার দাবিতে গত ১৪ অক্টোবর সারা দেশের ৬৫ হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দুই ঘণ্টা কর্মবিরতি পালন করা হয়। পরদিন ১৫ অক্টোবর পালন করা হয় তিন ঘণ্টার কর্মবিরতি। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ক্লাস-পরীক্ষা বাদ রাখেন শিক্ষকরা। ১৬ অক্টোবর এসব বিদ্যালয়ে অর্ধদিবস কর্মবিরতি পালন করেন তারা। এরই অংশ হিসেবে গত ১৭ অক্টোবর পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতিতে যান শিক্ষকরা।