ধর্ম ও জীবন ২০ অক্টোবর, ২০১৯ ০৭:৫১

ধর্ম অবমাননার অভিযোগে উত্তপ্ত ভোলা, নিহত ১

ডেস্ক রিপোর্ট।। 

ভোলায় ধর্ম অবমাননাকে কেন্দ্র করে মুসুল্লিদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় গনি নামের এক কিশোরের মৃত্যু হয়। হিন্দু ধর্মালম্বী এক ব্যক্তির আল্লাহ ও রাসুল (স.)কে নিয়ে কটুক্তির প্রতিবাদে সাধারণ মুসুল্লিদের ডাকা বিক্ষোভ চলাকালে এমন ঘটনা ঘটে।

২০ অক্টোবর, রবিবার সকাল থেকে শুরু হওয়া সমাবেশে পুলিশের সঙ্গে সাধারণ জনতার সংঘর্ষ শুরু হয়।

এ ঘটনায় পুলিশসহ শতাধিক ব্যক্তি আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। আহত পুলিশকে হাসপাতালে নেয়া হয়। গুরুতর গুলিবিদ্ধ ৮ জনকে ভোলা সদর হাসপাতালে আনা হয়েছে। এই বিক্ষোভ এর মধ্যেই গ্রামেগঞ্জেও ছড়িয়ে পড়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রের তথ্য মতে, বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের বিপ্লব চন্দ্রের ফেসবুক আইডি থেকে তার বন্ধু তালিকার বেশ কয়েকজনের কাছে আল্লাহ এবং রাসুল (সঃ) কে নিয়ে কুরুচিপূর্ণ ভাষায় গালির ম্যাসেজ আসে। এই ম্যাসেজ আসাকে কেন্দ্র করে সাধারণ মুসুল্লিদের ব্যানারে আজ সকাল ১০টায় বিক্ষোভের ডাক দেয়া হয়। সকাল থেকে বোরহানউদ্দিন উপজেলার গ্রামগঞ্জ থেকে মুসুল্লিরা শহর অভিমুখে আসতে থাকে।

আরো জানা গেছে,  ভোলার পুলিশ সুপার পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পুলিশ মোতায়েন করেন। পুলিশ সভা সংক্ষিপ্ত করার জন্য নির্দেশ দেয়ার পর পরেই সংঘর্ষের শুরু হয়। প্রথমে এক পুলিশ সদস্য গুলিবিদ্ধ হওয়ার পর পুলিশ আত্মরক্ষার্থে গুলি ছুঁড়লে পুলিশের গুলিতে পথচারিসহ বিক্ষোভকারী নিহত হয়।

ভোলা শহর পুলিশের নিয়ন্ত্রণে থাকলেও গ্রামগঞ্জে বিক্ষোভ এখনো চলছে বলে জানা গেছে। ভোলা সদর পুলিশ লাইন্স থেকে অতিরিক্ত পুলি ডেকে পাঠানো হয়েছে।