বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি ২০ অক্টোবর, ২০১৯ ০২:৩৫

বাজারে গ্যালাক্সি এ৫০ এস নিয়ে এল স্যামসাং

ডেস্ক রিপোর্ট।।

গ্যালাক্সি 'এএস' সিরিজে নতুন স্মার্টফোন হিসেবে ‘গ্যালাক্সি এ৫০ এস’ ডিভাইসটি বাজারে এনেছে কোরিয়ান কোম্পানী স্যামসাং। নতুন এই ডিভাইসটির পেছনে তিনটি ক্যামেরা রয়েছে। এর প্রাথমিক ক্যামেরা ৪৮ মেগাপিক্সেল। হ্যান্ডসেটটির ১২৩ ডিগ্রি আল্ট্রাওয়াইড ক্যামেরা অ্যাঙ্গেল মানুষের চোখ যেভাবে দৃশ্য বস্তুকে দেখে, সেভাবে ছবি ধারণে সক্ষম।

গ্যালাক্সি এ৫০ এস ডিভাইসের মাধ্যমে ল্যান্ডস্কেপ ও ওয়াইড প্যানারোমা ছবি তোলা যায়। গ্যালাক্সি এ৫০ এস ডিভাইসটির সুপার স্টেডি ফিচারের মাধ্যমে চলার পথে দ্রুতগতিতে চলমান মুহূর্তগুলোর ভিডিও সহজে ধারণ করা যায়। গ্যালাক্সি এ৫০ এস ফোনে ৬ দশমিক ৪ ইঞ্চি ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ইনফিনিটি-ইউ ডিসপ্লে রয়েছে, যার রেজ্যুলেশন ১০৮০ বাই ২৩৪০ পিক্সেল।

ডিভাইসটিতে অ্যান্ড্রয়েড পাই ওয়ানইউআই সমর্থিত এবং এতে ব্যবহার করা হয়েছে এক্সিনোস ৯৬১১ অক্টাকোর প্রসেসর। এর র‍্যাম ৬ জিবি ও ইন্টারনাল স্টোরেজ ১২৮ জিবি।

গ্যালাক্সি এ৫০ এস ডিভাইসের ব্যাটারি ৪ হাজার মিলিঅ্যাম্পিয়ারের ও এতে আছে ১৫ ওয়াটের ফাস্ট চার্জিং ফিচার। গ্যালাক্সি এ৫০ এসের দাম ২৯ হাজার ৯৯০ টাকা।