শিল্প ও সাহিত্য ৪ আগস্ট, ২০১৯ ০২:০১

টুঙ্গিপাড়ার গ্রাম

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়
জন্মেছিলে তুমি,
তোমার জন্য ধন্য হলো
টুঙ্গিপাড়ার ভূমি।

টুঙ্গিপাড়ার ভিটেমাটি
তােমার তরে হাসে,
সে-যে বলে জাতির পিতা
ছিল আমার পাশে।

বাংলা বলে টুঙ্গিপাড়া
আমার দেহের প্রাণ,
বাংলা মাতা তাহার মাঝেই
শান্তি খুঁজে পান।।

আজও বহে টুঙ্গিপাড়ায়
মুজিব ছোয়া নদী,
ঢেউ এর সুরে যায় সে বলে
তাঁর স্মরণে কাদি।

টুঙ্গিপাড়ার আকাশে বাতাসে
মুজিব ছোঁয়া ঘ্রাণ,
টুঙ্গিপাড়ায় তােমার তরে।
বুকেতে লাগে টান।

লেখকঃ কামরুজ্জামান কফিল