অর্থ ও বাণিজ্য ১৬ অক্টোবর, ২০১৯ ০৭:০১

বড়পুকুরিয়া কয়লা খনির সাবেক ৭ এমডিসহ ২৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ডেস্ক রিপোর্ট।। 

দিনাজপুরের বড়পুকুরিয়া খনিতে কয়লা লোপাটের অভিযোগে দায়ের করা দুর্নীতি মামলায় সাবেক সাত এমডিসহ ২৩ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেছে আদালত। মঙ্গলবার বিকেলে দিনাজপুরের সিনিয়র স্পেশাল জজ আজিজ আহমদ ভুঁইঞা তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

গত বছরের ২৪ জুলাই ১৯ জনের নাম উল্লেখ করে পার্বতীপুর থানায় কয়লা লোপাটের অভিযোগে দুর্নীতির মামলা করেন বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানির ব্যবস্থাপক আনিসুর রহমান। অভিযুক্তদের মধ্যে ৫ জনকে অব্যাহতি দিয়ে এজাহার বর্হিভূত আরো ৯ জনকে অভিযুক্ত করে ২৩ জনের বিরুদ্ধে এ বছরের ২৪ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা।

মঙ্গলবার শুনানি শেষে এ আদেশ জারি করেন আদালত। আত্মসাৎ করা কয়লার মূল্য ধরা হয় ২৪৩ কোটি ২৮ লাখ টাকা।