অর্থ ও বাণিজ্য ১৫ অক্টোবর, ২০১৯ ০৬:২৩

ইসলামপুরে ৫ কোটি টাকার অবৈধ বন্ডেড কাপড় জব্দ

ডেস্ক রিপোর্ট।। 

রাজধানীর পুরান ঢাকার ইসলামপুর কাপড়ের মার্কেটে অভিযান চালিয়ে প্রায় ৫ কোটি টাকার অবৈধ বন্ডেড শুল্কমুক্ত কাপড় জব্দ করা হয়েছে।

সোমবার (১৪ অক্টোবর) মধ্যরাতে এ অভিযান চালানো হয়। এ অভিযানে কাস্টমস বন্ডের উপ-কমিশনার রেজভী আহম্মেদ, উপ-কমিশনার ফখরুল আমিন চৌধুরী, সহকারী কমিশনার আল আমিন এবং সহকারী কমিশনার আকতার হোসেন নেতৃত্ব দেন। অভিযানে কাস্টমস বন্ড এর প্রায় ১০০ জন কর্মকর্তা-কর্মচারী অংশ নেয়। এছাড়াও ঢাকা মেট্টোপলিটন পুলিশ ও সিআইডি পুলিশ এই অভিযানে সহায়তা করেন।

কাস্টমস বন্ড কর্তৃপক্ষ জানায়, ইসলামপুরের গুলশানারা সিটিতে অভিযানে যায় তারা। সেখানে  ৫ম তলার ৫টি গুদাম থেকে ৮০টন বন্ডেড চোরাই ফেব্রিক্স মজুদ পাওয়া যায়।

দীর্ঘদিন ধরে একটি চক্র গার্মেন্টস বন্ড প্রতিষ্ঠানের মাধ্যমে শুল্কমুক্ত সুবিধা নিয়ে বিদেশ থেকে কাপড় নিয়ে আসছিল। যেগুলো তৈরির পর পুনরায় বিদেশে রপ্তানির কথা থাকলেও চক্রটি তা বিক্রি করতো খোলা বাজারে।