শিক্ষা ১৩ অক্টোবর, ২০১৯ ০৫:৪৯

ছাত্রলীগ নেতারা ১০-১৫টি কক্ষ দখল করে চালাতো শিক্ষার্থী নির্যাতন, মদ-গাঁজার আসর

ডেস্ক রিপোর্ট।। 

বুয়েটে প্রতিটি হলের ১০-১৫টি কক্ষ বিশেষভাবে দখল করে থাকেন ছাত্রলীগ নেতারা। যেখানে বহিরাতগতদের সঙ্গে নিয়ে নিয়মিত চলে, শিক্ষার্থী নির্যাতন ও মদ-গাঁজার আসর। বিশেষ করে শেরে বাংলা হলে শিক্ষার্থীদের আতঙ্কের নাম ২০০৫ নম্বর কক্ষ। এ সব তথ্য উঠে এসেছে ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীদের কথায়। তাই রাজনৈতিক প্রভাবে কক্ষ দখলকারীদের উচ্ছেদ অব্যাহত রাখার দাবি শিক্ষার্থীদের।

আবরার হত্যায় গ্রেপ্তার হয়েছেন ছাত্রলীগ নেতাসহ ১৯ জন। কিন্তু শঙ্কা কাটেনি বুয়েটের বিভিন্ন হলের আবাসিক শিক্ষার্থীদের। কেননা দীর্ঘদিন ধরে প্রতিটি হলের বেশ কিছু সিট দখল করে রেখেছেন ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের নেতারা। ওইসব কক্ষ তাদের নিয়ন্ত্রণে থাকলে ফের নির্যাতিত হবার ভয় তাড়া করছে শিক্ষার্থীদের।

২০৫ নম্বর কক্ষ, শেরে বাংলা হল। ছাত্রলীগ নেতা মুন্না একাই দখলে রেখেছে রুমটি। এই রুমটিতে ছাত্রদের এনে মারতো সে।

২০১১ নম্বর কক্ষ, শেরে বাংলা হল। এই রুমে থাকে ছাত্রলীগের ৩ নেতা: রাফিদ, সকাল, অমিত। ফলে এখানে আলাদা প্রভাব থাকতো তাদের।

৩০৪ নম্বর কক্ষ, শেরে বাংলা হল। এই রুমে থাকেন ছাত্রলীগ নেতা ফারহান। বহিরাগতদের সঙ্গে নিয়ে এখানে গাঁজা ও মদের আসর বসাতে।

শিক্ষাথীরা জানায় প্রতিটি হলে অন্তত ১২০টি কক্ষ আছে, যার ১০-১৫টি দখলে থাকতো ছাত্রলীগ নেতাদের। তাই ভবিষ্যতের নিরাপত্তার স্বার্থে রাজনৈতিকভাবে দখলদারদের উচ্ছেদ করতে লিখিত নোটিস জারির দাবি শিক্ষার্থীদের।