শিক্ষা ১২ অক্টোবর, ২০১৯ ১০:৫৭

অছাত্র-বহিরাগতদের হল ছাড়ার নির্দেশ বুয়েটে

ডেস্ক রিপোর্ট।। 

আগামীকাল (রবিবার) দুপুর ১২টার মধ্যে বহিরাগতদের হল ছাড়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কর্তৃপক্ষ।

এদিকে, বুয়েটের দুটি হলের তিনটি কক্ষ সিলগালা করেছে বুয়েট প্রশাসন। আজ শনিবার হলের কক্ষগুলো সিলগালা করা হয়। সিলগালা করা কক্ষের মধ্যে আহসানউল্লাহ হলের ১২১ নম্বর রুম রয়েছে, যেটা অফিস রুম হিসেবে ব্যবহৃত হত। বুয়েট শাখা ছাত্রলীগের সভাপতি জামী উস সানীর ৩২১ রুমও সিলগালা করা হয়েছে। এছাড়া বুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও আবরার হত্যা মামলার আসামী মেহেদী হাসান রাসেলের ৩০১২ নম্বর রুম সিলগালা করা হয়েছে।

অন্যদিকে, য়েটের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা হতে না দেয়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। পরীক্ষার্থীদের কথা বিবেচনায় নিয়ে আগামী দুই দিন আন্দোলন শিথিল করা হয়েছে বলে জানায় তারা। শনিবার দুপুরে, ক্যাম্পাসে আয়োজিত এক ব্রিফিং এ এসব কথা জানান তারা। 

তারা জানান,আন্দোলন স্থগিত করা হয়নি,  শুধুমাত্র ভর্তি পরীক্ষার কথা মাথায় রেখে শিথিল করা হয়েছে। দুইদিন পর আবারো নতুন কর্মসূচি দেয়া হবে।  এসময় তারা জানান, ৫ দফা দাবির বিষয়ে অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে।