??????????? ১২ নভেম্বর, ২০২৩ ০৪:০৭

২২ শিশুকে ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগে অধ্যক্ষের মৃত্যুদণ্ড কার্যকর

নিজস্ব প্রতিবেদন: ২২ শিশুকে ধর্ষণ যৌন নিপীড়নের অভিযোগে একজন স্কুলের অধ্যক্ষের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। গত সপ্তাহে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। আজ (রোববার) (১২ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

এর আগে ওই অধ্যক্ষের বিরুদ্ধে ধর্ষণ যৌন নিপীড়নের অভিযোগ ওঠে ও প্রমানিত হয় ।

 

ঘটনাটি ঘটে চীনের একটি স্কুলে। এরপর নিউজ প্রতিবেদনে উঠে আসে।

এতে বলা হয়, ২২ শিশুকে ধর্ষণ যৌন নিপীড়নের দায়ে চীনা কর্তৃপক্ষ দেশটির একজন স্কুল অধ্যক্ষের মৃত্যুদণ্ড কার্যকর করেছে বলে শনিবার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে।

গ্লোবাল টাইমস পত্রিকা জানিয়েছে, প্রাথমিক বিদ্যালয়ের অধ্যক্ষ ওই ব্যক্তি ২০১০ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত শিশুদের ধর্ষণ যৌন নিপীড়ন করেছিলেন। পরে আদালতে বিচারের সময় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

পরে উত্তর-পশ্চিম চীনের গানসু প্রদেশের পিংলিয়াংয়ে আদালতের আদেশের পর গত মঙ্গলবার ইনজেকশনের মাধ্যমে অভিযুক্ত ওই অধ্যক্ষের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

তবে এ বিষয়ে ভুক্তভোগী ও অভিযুক্তের কোন বক্তব্য পাওয়া যায়নি

আমাদেরকাগজ/এমটি