????? ? ???????? ২০ সেপ্টেম্বর, ২০২৩ ১১:৪৬

মাদক বহনকারী গাড়ি ধরতে গিয়ে প্রশাসনের গাড়ি ডোবায়, আহত ২

আমাদের কাগজ ডেস্ক : বরিশালের বাকেরগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি পিকআপ ডোবায় পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এসময় মাদক কারবারিদের ধাওয়া করলে এতে এই দুর্ঘটনার শিকার হয় বলে জানা গেছে। এসময় আহত হয়েছেন দুই সদস্য। 

এদিকে নিষিদ্ধ মাদক দ্রব্য পরিবহন কালে কারবারিরা ঘটনায় ব্যবহৃত প্রাইভেটকার ফেলে পালিয়ে যায় বলে জানা যায়। পরবর্তীতে বাকেরগঞ্জ থানা পুলিশ ফেনসিডিলসহ প্রাইভেটকারটি জব্দ করেছে।

আজ (বুধবার) বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। গতকাল ( মঙ্গলবার) রাত সাড়ে ১০টায় পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের রুহিতার পাড় এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, মেহেদি হাসান (৩২) ও মো. সানি (২৬)।

পুলিশ জানায়, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের একটি দল ফেনসিডিলবাহী প্রাইভেটকার ধাওয়া করতে গিয়ে রাস্তার পাশের ডোবায় পড়ে যায়। তখন প্রাইভেটকার রেখে পালিয়ে যান ঘটনায় জড়িত কারবারিরা। পরে পুলিশ প্রাইভেটকারটি জব্দ ও পাঁচটি কার্টন থেকে প্রায় ৫০০ বোতল ফেনসিডিল উদ্ধার করেন তারা ।

ওসি মো. মাকসুদুর রহমান জানান, এ ঘটনায় দুজন আহত হয়েছেন। মামলার প্রস্তুতি চলছে। তবে প্রাইভেটকারের সূত্র ধরে মাদক কারবারিদের সন্ধান পাওয়া যাবে।

আমাদেরকাগজ/এমটি