রাজনীতি ৭ অক্টোবর, ২০১৯ ০৬:৩০

সম্রাটের মুক্তির দাবিতে মিছিল

ডেস্ক রিপোর্ট ।।

সদ্য বহিষ্কৃত ঢাকা মহানগর আওয়ামী যুবলীগ দক্ষিণের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে রবিবার কুমিল্লার একটি বাড়ি থেকে গ্রেফতারের পর ঢাকায় এনে তার অফিসে অভিযান চালানো হয়। প্রায় ৫ ঘণ্টার অভিযানে র‌্যাব ওই কার্যালয় থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ, ক্যাঙ্গারু ও হরিণের চামড়া, ইয়াবা এবং একটি অবৈধ আগ্নেয়াস্ত্র জব্দ করে।

পরে বন্যপ্রাণীর চামড়া রাখার অপরাধে র‌্যাবের নির্বাহী ম্যজিস্ট্রেট সারওয়ার আলমের ভ্রাম্যমাণ আদালত সম্রাটকে ছয় মাসের কারাদণ্ড দেন। পরে রাত ৭টা ৫ মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে সম্রাটকে নিয়ে যায় র‌্যাব। বর্তমানে সম্রাটকে কেরানীগঞ্জের কারাগারে সাধারণ বন্দী হিসেবে রাখা হয়েছে।

সেই সম্রাটের মুক্তির দাবিতে সোমবার মিছিল হয়েছে ফেনীর পরশুরামে। সেই মিছিলের ভিডিওটি শেয়ার করা হয়েছে ফেনী জেলা নিউজ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে।

সেই ভিডিওতে গ্রামবাসীকে 'সম্রাট ভাই, ভয় নাই, রাজপথ ছাড়ি নাই', 'সম্রাট ভাইয়ের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে'সহ নানা ধরনের স্লোগান দিতে দেখা গেছে।

এর আগে শনিবার দিবাগত রাতে কুমিল্লার চৌদ্দগ্রাম থানার আলকরা ইউনিয়নের কুঞ্জশ্রীপুর গ্রামের একটি বাড়ি থেকে সম্রাট ও তার সহযোগী এনামুল হক আরমানকে আটক করে র‍্যাব। ক্যাসিনো ব্যবসা চালানোসহ বেশকিছু অভিযোগ রয়েছে সম্রাটের বিরুদ্ধে।