অর্থ ও বাণিজ্য ৬ অক্টোবর, ২০১৯ ১০:৩২

মিলেনিয়াম ইনফর্মেশন সলিউশন ও সাউথইস্ট ব্যাংকের মধ্যে সফটওয়্যার লাইসেন্স চুক্তি স্বাক্ষরিত

ডেস্ক রিপোর্ট ।।

সাউথইস্ট ব্যাংক লিমিটেড এবং মিলেনিয়াম ইনফর্মেশন সলিউশন লিমিটেড (এমআইএসএল) এর মধ্যে ‘তাহকিক’ নামক ঝুঁকিভিত্তিক অভ্যন্তরীণ নিরীক্ষণ ব্যবস্থা (আরবিআইএএস) এর সফটওয়্যার লাইসেন্স চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাজধানীর মতিঝিলের হোটেল পুরবানি ইন্টারন্যাশনালের দিলকুশা হলে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়। 

মিলেনিয়াম ইনফর্মেশন সলিউশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব মাহমুদ হোসেন এবং সাউথইস্ট ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব এম কামাল হোসেন তাদের নিজ প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করে এই চুক্তিতে স্বাক্ষর করেছেন। অধিবেশনটির সভাপতিত্ব করেন মিলেনিয়াম ইনফরমেশন সলিউশন লিমিটেডের চেয়ারম্যান জনাব নিয়াজ আহমেদ।

তাহকিক (আরবিআইএএস) একটি ঝুঁকিভিত্তিক নিরীক্ষণ সিস্টেম যা অভ্যন্তরীণ নিরীক্ষণের প্রক্রিয়াটিকে স্বয়ংক্রিয় করে প্রক্রিয়াটিকে করে তোলে উল্লেখযোগ্যভাবে দ্রুত, কার্যকর ও সাশ্রয়ী। সিস্টেমটি প্রয়োগ করে ব্যবহারের মাধ্যমে সাউথইস্ট ব্যাংক তাদের সমগ্র অভ্যন্তরীণ নিরীক্ষণ কার্যক্রম স্বয়ংক্রিয় করতে সক্ষম হবে এবং এর মাধ্যমে ঝুঁকি মূল্যায়ন ও পরিচালনা ব্যয় হ্রাস করে নিরীক্ষণের দক্ষতা বাড়িয়ে তুলবে।

দীর্ঘ দুই যুগ ধরে, উদ্ভাবন, গুণগতমান এবং গ্রাহকের সন্তুষ্টিকে কেন্দ্র করে মিলেনিয়াম ইনফর্মেশন সলিউশন লিমিটেড (এমআইএসএল) নিজেকে একটি সামঞ্জস্যপূর্ণ এবং নির্ভরযোগ্য সফটওয়্যার প্রতিষ্ঠান হিসাবে আত্মপ্রকাশ করেছে। তারা অত্যন্ত পেশাদারিত্বের সাথে আন্তর্জাতিকভাবে ‘আবাবিল’ নামক ইসলামী কোর ব্যাংকিং সলিউশন (সিবিএস), ‘সিল্ভিয়া’ নামক হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সিস্টেম (এইচআরএমএস) ও ‘তাহকিক’ নামক অভ্যন্তরীণ নিরীক্ষণ ব্যবস্থা (আরবিআইএএস) নামক সফটওয়্যার সল্যুশন ও সেবা দিয়ে আসছে।

দেশের মূল বাজারের অন্যতম শীর্ষস্থানীয় ব্যাংক হওয়ার লক্ষ্য নিয়ে ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয়ে সাউথইস্ট ব্যাংক লিমিটেড বর্তমানে সারা বাংলাদেশে ৫৬টি শাখা পরিচালনা করছে। তৃতীয় প্রজন্মের বেসরকারী খাতের এই ব্যাংকটি তার গ্রাহকদের সব ধরণের বাণিজ্যিক ব্যাংকিং পরিষেবা সরবরাহ করে থাকে।