বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি ২ অক্টোবর, ২০১৯ ০৯:৫৭

দেশের বাজারে এসেছে দীর্ঘস্থায়ী ব্যাটারির নতুন স্মার্টফোন

প্রযুক্তি ডেস্ক ।।

দেশের বাজারে ৫ হাজার মিলি অ্যাম্পিয়ার দীর্ঘস্থায়ী ব্যাটারি এবং কোয়াড ক্যামেরাযুক্ত নতুন ফোন এনেছে অপো। ‘মিরর ব্ল্যাক’ এবং ‘ড্যাজলিং হোয়াইট’ রঙের সংস্করণে পাওয়া যাচ্ছে ফোনটি।

বড় ব্যাটারি থাকায় একটানা ব্যবহারের ক্ষেত্রেও চার্জ শেষ হওয়ার আতঙ্ক থেকে এর ব্যবহারকারীরা থাকতে পারবেন চিন্তামুক্ত।

এছাড়া নিয়মিত ভ্রমণকারীদের পছন্দের মুহূর্তগুলো ধারণ করে রাখতে ফোনটিতে স্থাপন করা হয়েছে চার ক্যামেরার সমন্বয়ে কোয়াড ক্যামেরা সেটআপ। ফোনটিতে থাকছে স্ন্যাপড্রাগন ৬৬৫ মোবাইল প্ল্যাটফর্ম, ৪ গিগাবাইট র‌্যাম এবং ১২৮ গিগাবাইট ইন্টারনাল মেমোরি।

নতুন এই স্মার্টফোনটির প্রসঙ্গে অপো বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর মি. ডেমন ইয়াং বলেন, বাংলাদেশের বাজারে অপো এ৫ ২০২০ বিক্রয় শুরু হওয়ায় বেশ আনন্দিত। স্মার্টফোন ডিজাইনের ক্ষেত্রে অপো সবচেয়ে বেশি গুরুত্ব প্রদান করে দৈনন্দিন ব্যবহার উপযোগিতা রয়েছে এমন সব ফিচারের প্রতি।

দেশের বাজারে ফোনটি পাওয়া যাচ্ছে ১৯,৯৯০ টাকায়।