ডেস্ক রিপোর্ট।।
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় একটি বাড়িতে অভিযান চালিয়ে ১ কোটি ২৫ লাখ টাকা ও ২ হাজার ইয়াবাসহ তিন ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার দিবাগত রাতে রূপগঞ্জের তারাব পৌরসভার রসুলপুর এলাকায় এই অভিযান চালানো হয়। আটক ব্যক্তিরা হলেন জামাল হোসেন, মোস্তফা কামাল ও মানিক মিয়া।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, গোপন সংবাদ ছিল, রসুলপুর এলাকার একটি বাড়িতে বিপুল পরিমাণ টাকা ও ইয়াবা রয়েছে। এই সংবাদের ভিত্তিতে জেলা পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদের নেতৃত্বে মধ্যরাতে অভিযান শুরু করে পুলিশ। অভিযানকালে ২ হাজার ইয়াবা ও একটি ট্রাংকের মধ্যে রাখা ১ কোটি ২৫ লাখ টাকা জব্দ করা হয়।
এ ঘটনায় বাড়ির মালিক জামাল হোসেন, তাঁর সহযোগী মোস্তফা কামাল ও প্রতিবেশী মানিক মিয়াকে আটক করা হয়েছে।
ওসি মাহমুদুল হাসান জানান, জামাল ও মোস্তফা অবৈধ কয়েল কারখানা ও গরুর খামারের আড়ালে ইয়াবার ব্যবসা করে আসছিলেন। এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
জেলা পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, আটক ব্যক্তিরা টাকার বৈধ উৎস জানাতে পারেননি। এত টাকা কোথা থেকে এসেছে, সে তথ্যও দিতে পারেননি। কয়েল কারখানার ব্যবসারও কোনো বৈধ কাগজপত্র নেই। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে। এর বাইরে মানি লন্ডারিংয়ের মামলাও করা যাবে।