রাজনীতি ৩০ সেপ্টেম্বর, ২০১৯ ০৩:১২

ডেকে এনে গণধর্ষণ, রিহ্যাব পরিচালক ও আওয়ামীলীগ নেতা গ্রেফতার

ডেস্ক রিপোর্ট।। 

চাকরির প্রলোভন দেখিয়ে এক নারীকে ধর্ষণের অভিযোগে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ- রিহ্যাব’এর দুই পরিচালককে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (২৯ সেপ্টেম্বর) রাতে ভুক্তভোগী ওই নারীর অভিযোগের প্রেক্ষিতে রাজধানীর ধানমণ্ডির থানা পুলিশ শাকিল কামাল চৌধুরী ও ইঞ্জিনিয়ার মহিউদ্দিন সিকদারকে গ্রেফতার করে।

ধানমন্ডি থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মরফিদুল জানান, রবিবার চাকরির জন্য ধানমন্ডি ১৩ নম্বর রোডের একটি বাড়িতে ওই নারীকে ডেকে নেওয়া হয়। সেখানে যাওয়ার পর গণধর্ষণের শিকার হয়েছেন বলে থানায় অভিযোগ করেন ওই নারী। এ অভিযোগের প্রেক্ষিতে রিহ্যাবের দুই পরিচালককে গ্রেফতার করা হয়েছে।

ভুক্তভোগী নারীকে চিকিৎসার জন্য এরই মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার বাদী তরুণী বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ হসপিটালে ভর্তি রয়েছেন। রাত ১১টা ১৫ মিনিটে সেই তরুণী ঢাকা মেডিক্যাল কলেজ হসপিটালে ভর্তি হয়েছেন। 

উল্লেখ্য, ইঞ্জিনিয়ার মহিউদ্দিন শিকদার আগে থেকেই বিতর্কিত ব্যক্তি। উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি সম্পূর্ণ অনৈতিকভাবে তাকে সাধারণ সম্পাদক করায় ও কুমিল্লার দাউদকান্দিতে উপজেলা আওয়ামী লীগ কমিটি নিয়ে টাল বাহানা ও অনৈতিকতার অভিযোগ এনে দল থেকে পদত্যাগ করেছিলেন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লালুর রশীদ দোলন।

মো. শাকিল কামাল চৌধুরী রিহ্যাব এর মেলা কমিটির চেয়ারম্যানের দায়িত্বও পালন করেছেন।