বিনোদন ২৯ সেপ্টেম্বর, ২০১৯ ১০:২৪

পিছিয়েছে শিল্পী সমিতির নির্বাচন

বিনোদন ডেস্ক ।।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়েছে এ বছরের ২৪ মে। নিয়ম অনুযায়ী, মেয়াদ শেষ হওয়ার ৩ মাসের মধ্যে তফসিল ঘোষণা করে নির্বাচন করে নতুন কমিটির কাছে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার কথা।

কিন্তু নিয়ম অনুসারে সেসব কিছু না হলেও ১৯ সেপ্টেম্বর কার্যকরী কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, আগামী ১৮ অক্টোবর এফডিসিতে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০১৯-২০ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

তবে রবিবার (২৯ সেপ্টেম্বর) জানা যায়, ১ সপ্তাহ পিছিয়ে আগামী ২৫ অক্টোবর অনুষ্ঠিত হবে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। গণমাধ্যমকে এমন তথ্য নিশ্চিত করেছেন বর্তমান কমিটির সাধারণ সম্পাদক জায়েদ খান।

জায়েদ খান বলেন, ‘প্রধান নির্বাচন কমিশনার ইলিয়াস কাঞ্চন ভাই এমন সিদ্ধান্ত নিয়েছেন। ১৮ অক্টোবর তার রাষ্ট্রীয় কিছু কাজ পড়ে গেছে, এজন্য নির্বাচন ১ সপ্তাহ পিছিয়েছেন তিনি।’

এদিকে এরই মধ্যে শোনা যাচ্ছে, চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের মিশা-জায়েদ খান প্যানেল ও মৌসুমী-তায়েব প্যানেল লড়বেন।