সোশ্যাল মিডিয়া ২৭ সেপ্টেম্বর, ২০১৯ ০৬:২৩

নদী ভাঙন কবলিত মানুষের জন্য ফেসবুকে দোয়া চাইলেন উপমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক।। 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম (এমপি) ফেসবুকে শরীয়তপুরের নড়িয়ার  নদী ভাঙন কবলিত মানুষের জন্য দোয়া প্রার্থনা করেছেন। 

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকালে তিনি তার ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে সকলের কাছে প্রার্থনা করেন। আমাদের কাগজের পাঠকদের জন্য ফেসবুক স্ট্যাস্টাস হুভুব তুলে ধরা হল: 

'আজ পবিত্র জুম্মার দিনে সকলের কাছে অনুরোধ সকলেই নড়িয়ার নদী ভাঙন কবলিত মানুষের জন্য দোয়া করবেন।মহান আল্লাহ রাব্বুল আলামীন যেন আমাদের নড়িয়াকে নদী ভাঙনের হাত থেকে রক্ষা করেন।
আমরা আছি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আমাদের প্রিয় মাতৃভূমি নড়িয়ার নদী ভাঙন কবলিত মানুষের পাশে।আমরা আমাদের সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।আপনাদের সকলের দোয়া ও সহযোগিতা প্রত্যাশা করি।'

প্রসঙ্গত,শরীয়তপুরের নড়িয়ায় পদ্মার ডান তীর রক্ষা বাঁধ প্রকল্পের একটি অংশ ধসে পড়েছে। বৃহস্পতিবার রাতে নড়িয়ার সাধুরবাজার এলাকায় এ ঘটনা ঘটে। বাঁধ ধসের পর শুক্রবার সকাল পর্যন্ত ১০টি বাড়ি নদীতে বিলীন হয়ে গেছে।